ঝিনাইদহের মহেশপুরে পুলিশের পোশাকে অস্ত্রঠেকিয়ে মালামাল লুট, আটক ১
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বজরাপুরে পুলিশের পোশাক পরে ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। গভীর রাতে অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে মালামাল লুটে নিয়ে পালানোর সময় শান্ত (২৭) নামে একজনকে আটক করে স্থানীয়রা। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
গত রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার এসবিকে ইউনিয়নের বজরাপুর গ্রামের মৃত নুর মোহাম্মদ ঢালীর ছেলে আবুল হোসেনের বাড়িতে ডাকাতির এই ঘটনা ঘটে। আটক শান্ত (২৭) ঝিনাইদহ সদর উপজেলার কাস্টসাগরা গ্রামের কামরুল শেখের ছেলে।