আর্কাইভ
লগইন
হোম
লিওনেল মেসি
ফ্লোরিডায় মেসির হাতে শহরের চাবি তুলে দিলেন মিয়ামির মেয়র
বিগত ২০২৩ সাল থেকে লিওনেল মেসির বসবাস যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। সেখানে ইন্টার মিয়ামিতে খেলছেন, থাকছেন মিয়ামিতে। এবার সেই শহরের চাবি নিজের হাতে পেলেন মেসি। তার হাতে এই চাবি তুলে দেন খোদ মিয়ামির মেয়র ফ্রান্সিস সুয়ারেজ। তবে এই চাবি অবশ্য আক্ষরিক নয়। প্রতীকী একটি চাবি তুলে দেওয়া হয় তার হাতে। মূলতঃ তাকে সম্মাননা দিতেই এই অভিনব পন্থা অবলম্বন করে মিয়ামি কর্তৃপক্ষ। ইন্টার মিয়ামির অন্যতম মালিক জর্জ মাস মঞ্চে উঠে মেসির হাতে প্রতীকী ‘চাবি’ তুলে দেন। তিনি বলেন, ‘এই শহরের মানুষের হৃদয় তুমি জয় করেছো। এটি আমাদের তরফ থেকে ছোট্ট এক ভালোবাসার উপহার।’ মেসি আবেগভরে বলেন, ‘আমি সত্যিই সম্মানিত বোধ করছি। এটি আমার জন্য এক বড় সম্মান।’
1 দিন আগে
দ্রুততম গোলের আরেক কীর্তিতে মেসি, রোনালদোকে ফেললেন পেছনে
দ্রুততম গোলের আরেক কীর্তিতে মেসি, রোনালদোকে ফেললেন পেছনে
2025-08-17
মেসির বয়স ৩৮ পার হয়েছে। তবে ক্যারিয়ারের পড়ন্ত বেলায়ও তার রেকর্ডের ক্ষুধা এতটুকু কমেনি। আজ ১৭ আগস্ট (রোববার) ভোরে মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মিয়ামির হয়ে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির বিপক্ষে একটি করে গোল আর অ্যাসিস্ট করেছেন মেসি। গোলটি তার ক্যারিয়ারের ৮৭৫তম। সবচেয়ে কম বয়সে এবং কম ম্যাচ খেলে গোলের এই মাইলফলকে পৌঁছেছেন লিওনেল মেসি। তার এই কীর্তি এসেছে ৩৮ বছর ৫৪ দিন বয়সে এবং ১১১৬ ম্যাচ খেলার মাধ্যমে। অন্যদিকে, ২০২৪ সালের ১৭ ফেব্রুয়ারি রোনালদো যখনে ঐ মাইলফলক গড়েন, তখন তার ম্যাচসংখ্যা ১২০৬ এবং বয়স ছিল ৩৯ বছর ১২ দিন।
ইয়ামালের ‘১০ নম্বর’ জার্সি বিক্রি, ২৪ ঘণ্টায় আয় ১২০ কোটি টাকা!
ইয়ামালের ‘১০ নম্বর’ জার্সি বিক্রি, ২৪ ঘণ্টায় আয় ১২০ কোটি টাকা!
2025-07-19
ফুটবল ইতিহাসে বার্সেলোনার ১০ নম্বর জার্সি মানেই বিশেষ কিছু। ম্যারাডোনা, রোনালদিনহো, লিওনেল মেসির পর এবার সেই গৌরবময় নম্বর উঠেছে লামিন ইয়ামালের গায়ে। আর এই তরুণ বিস্ময়বালকের জার্সিতে শুরু হয়েছে বিক্রির হুলস্থূল! স্প্যানিশ সংবাদমাধ্যম ‘কুলে মানিয়া’র তথ্য অনুযায়ী, গত ১৬ জুলাই দুপুরে ইয়ামালকে ১০ নম্বর জার্সি দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয় বার্সা। এরপর মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে বিক্রি হয় প্রায় ৭০ হাজার জার্সি। এতে করে ক্লাবের আয় দাঁড়ায় প্রায় ১০ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২০ কোটি টাকা! ঘোষণার দিন বিকেলেই বার্সেলোনার ঘরের মাঠ স্পোটিফাই ক্যাম্প ন্যু’তে অবস্থিত ‘বার্সা বতিগা’ স্টোরে ভক্তদের উপচে পড়া ভিড় দেখা যায়। অনলাইন প্ল্যাটফর্মেও প্রথম ঘণ্টার মধ্যেই বিক্রি হয় কয়েক হাজার জার্সি।