আর্কাইভ
লগইন
হোম
রাষ্ট্রদূত
বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী মেক্সিকো
মেক্সিকো বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে উদগ্রীব বলে জানিয়েছে দেশটির বাংলাদেশ দূতাবাস। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (০২ ডিসেম্বর) মেক্সিকোতে এক অনুষ্ঠানে এই কথা জানানো হয়। এই সময় মেক্সিকো-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপও গঠন করা হয়। এতে উপস্থিত ছিলেন মেক্সিকোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। অনুষ্ঠান শুরুর পূর্বে বাংলাদেশের রাষ্ট্রদূতকে মেক্সিকো পার্লামেন্টের অধিবেশন কক্ষে আমন্ত্রণ জানানো হয়, যেখানে তিনি কর্মরত আইনপ্রণেতাদের ভোটাভুটির কার্যক্রম প্রত্যক্ষ করেন। অনুষ্ঠানে যোগ দেন জর্ডানের রাষ্ট্রদূত আদলি কাসেম আলখালেদি এবং আইভরি কোস্টের রাষ্ট্রদূত ও কূটনৈতিক কোরের ডিন রবার্ট লি। অধিবেশন চলাকালে কংগ্রেসের প্রেসিডেন্ট কেনিয়া লোপেস রাবাদান রাষ্ট্রদূত মুশফিকুল ফজুল আনসারীকে স্বাগত জানিয়ে মেক্সিকোর সব আইনপ্রণেতার (এমপি) সামনে মেক্সিকো-বাংলাদেশ মৈত্রী গ্রুপের আনুষ্ঠানিক ঘোষণা দেন। 
1 দিন আগে
আন্তর্জাতিক মানের নির্বাচনের জন্য ইসিকে ৪০ লাখ ইউরো দেবে ইইউ
আন্তর্জাতিক মানের নির্বাচনের জন্য ইসিকে ৪০ লাখ ইউরো দেবে ইইউ
2025-08-19
বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে (ইসি) ৪০ লাখ ইউরোর বেশি সহায়তা প্যাকেজ দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) ইইউর ৬ সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে দেখা করে এই সহায়তা দেওয়ার কথা জানান। পরে বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। মাইকেল মিলার বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের পথে রূপান্তরে ইইউ অংশীদার হিসেবে কাজ করছে। তারা ‘ভোটার এডুকেশনের’ ওপর গুরুত্ব দিচ্ছেন। কার্যকর পরিকল্পনা, বিরোধ নিস্পত্তির মতো বিষয়ে বিশেষজ্ঞ সহায়তার মাধ্যমে ইসির সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রেও সরাসরি সহায়তা করবে ইইউ।
গত দেড় বছরে ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা বাংলাদেশে এসেছে
গত দেড় বছরে ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা বাংলাদেশে এসেছে
2025-07-05
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম বলেছেন, রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে রোহিঙ্গা সংকটের একটি স্থায়ী সমাধান খুঁজে বের করার জন্য বাংলাদেশ সব পক্ষের সঙ্গে কাজ করতে প্রস্তুত। রাখাইনে রোহিঙ্গাদের অধিকার ও মর্যাদা সমুন্নত রাখা ও তাদের প্রত্যাবাসনের জন্য দ্রুত একটি অনুকূল পরিস্থিতি সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত দায়িত্ব। জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের চলমান ৫৯তম অধিবেশনে ওআইসির উদ্যোগে উত্থাপিত ‘মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক রেজ্যুলেশন গৃহীত হওয়ার প্রাক্কালে মানবাধিকার পরিষদে বক্তব্যে তিনি এ কথা বলেন।