আর্কাইভ
লগইন
হোম
মোটরসাইকেল
পটুয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত
পটুয়াখালী জেলার কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে ঢাকাগামী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন। মহাসড়কের মোস্তফাপুর অটোবিচ রাইসমিলের কাছে গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম মো. সাইফুল (১৭)। তিনি উপজেলার মজিদবাড়িয়া গ্রামের জাকির হোসেন ছেলে। সাইফুল নাওভাঙা কামিল মাদ্রসার দাখিল শ্রেণির শিক্ষার্থী। জানা যায়, সাইফুল পাখিমারা বাজারে কোচিং সেন্টারে ক্লাশ শেষ করে নিজে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কুয়াকাটা থেকে ঢাকাগামী একটি বাস সজোরে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম জানান, আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে। ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে।
1 দিন আগে
নোয়াখালীর সোনাইমুড়ীতে নারী পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ২ তরুণের
নোয়াখালীর সোনাইমুড়ীতে নারী পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ২ তরুণের
2025-11-11
নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলায় এক পথচারী নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল আরোহী ২ তরুণ প্রাণ হারিয়েছেন। গতকাল সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের চৌমুহনী-সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়কের বগাদিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন- একই উপজেলার বারাহিপুর গ্রামের শাহরিয়া সহিদ (২০) ও মোশারফ হোসেন (২০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সোনাইমুড়ী বাজার থেকে মোটরসাইকেলে সহিদ ও মোশারফ চৌমুহনীর উদ্দেশ্যে রওনা দেন। তারা চৌমুহনী-সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়কের বগাদিয়া এলাকায় পৌঁছালে এক নারী পথচারী হঠাৎ রাস্তা অতিক্রম করার চেষ্টা করেন। এই সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান। আরেকজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
নববধুকে নিয়ে ঘুরতে বেরিয়ে বাড়ি ফেরা হলো না হাসানের
নববধুকে নিয়ে ঘুরতে বেরিয়ে বাড়ি ফেরা হলো না হাসানের
2025-11-09
নববধুকে নিয়ে যশোর শহরে ঘুরতে এসে বাড়ি ফেরা হলো না শার্শা উপজেলার বাগআঁচড়া বাঘুড়ি গ্রামের হাসানের। রাতে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ঝিকরগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় হাসান (২১) নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তার স্ত্রী প্রিয়াংকা (১৯)। মাত্র ৮ মাস আগে তাদের বিয়ে হয়েছে। গত শনিবার (০৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গদখালী মঠবাড়ির মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত হাসান শার্শা উপজেলার বাগআঁচড়া বাঘুড়ি গ্রামের কবির হোসেনের ছেলে। হাসানের আহত স্ত্রী প্রিয়াংকা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রিয়াংকা জানান, ৮ মাস আগে তাদের বিয়ে হয়েছে। তারা গতকাল শনিবার যশোর শহরে ঘুরতে এসেছিলেন। রাতে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে গদখালী মঠবাড়ির মোড়ে পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে দুইজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
চট্টগ্রামে চাঁদা না দেওয়ায় ছুরিকাঘাতে যুবক খুন
চট্টগ্রামে চাঁদা না দেওয়ায় ছুরিকাঘাতে যুবক খুন
2025-11-08
চট্টগ্রামে চাঁদা না দেওয়ায় মো. আকবর (৩৫) নামে এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গতকাল শুক্রবার (০৭ নভেম্বর) রাত ১১টার দিকে নগরীর হালিশহর থানার মাইজপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মো. আকবর মাইজপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে। তার স্ত্রী ও ৩ সন্তান আছে। তিনি স্ক্র্যাপের দোকানে চাকরি করতেন বলে জানা গেছে। নিহতের বড় বোন জোসনা বেগম বলেন, আমার ভাই স্ক্র্যাপের দোকানে চাকরির পাশাপাশি এলাকায় একটি ক্ষুদ্র সমবায় সমিতি পরিচালনা করতেন। সেখানে এলাকার লোকজন টাকা জমা রাখতেন, আবার ক্ষুদ্রঋণও দেওয়া হতো।