আর্কাইভ
লগইন
হোম
মোটরসাইকেল
৮ দলের সমাবেশ শেষে বাড়ি ফেরা হলো না জাবেদের
রংপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ৮ দলের সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় জাবেদ আলী (৬৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার (০৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে সৈয়দপুর সংলগ্ন নীলফামারী সদরের কাজিরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশ শেষে বাসযোগে চিলাহাটির উদ্দেশ্যে ফিরছিলেন জাবেদ আলী। পথে কাজিরহাট এলাকায় নামাজের বিরতির সময় রাস্তা পার হতে গিয়ে ইপিজেড কর্মীর মোটরসাইকেলের সঙ্গে তার ধাক্কা লাগে। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে ফায়ার সার্ভিস সদস্যরা তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
21 ঘন্টা আগে