চট্টগ্রামের লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল মালিক ও কর্মচারীর
চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা দুইজন দোকানের মালিক ও কর্মচারী বলে জানা গেছে।
গতকাল শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পুরাতন বিওসি সুজুকি শো-রুমের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার লক্ষীপুর গ্রামের বাসিন্দা ফারুকের পুত্র সোহেল (২৫) চট্টগ্রাম জেলার ভূজপুর থানার জঙ্গলখৈয়া এলাকার বাসিন্দা মো. আব্দুর রহমানের পুত্র আবু বক্কর সিদ্দিক (১৪)।