ঈদ ভোগ্যপণ্যের দামে ভোক্তাদের স্বস্তি
রমজান বা রোজার পর এবারে বাজারে ঈদ পণ্যের দামেও স্বস্তি বিরাজ করছে। গতবছর (২০২৪) রোজার ঈদের তুলনায় প্রতি কেজি পোলাও চাল ৪০ টাকা কমে বিক্রি হচ্ছে। কেজিপ্রতি চিনির দাম কমেছে ২০ টাকা। গতবারের তুলনায় সেমাইও বিক্রি হচ্ছে কম দামে। আর দুধ ও ঘি আগের দামেই বিক্রি হচ্ছে। পাশাপাশি এলাচ বাদে সব ধরনের মসলা পণ্যের দামও স্থিতিশীল।