আর্কাইভ
লগইন
হোম
বিমান
দেশে ফিরলেন শহিদুল আলম
দখলদার ও বর্বর ইসরায়েলে আটক হওয়া বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম দেশে ফিরেছেন। আজ শনিবার (১১ অক্টোবর) ভোর ৪টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর পূর্বে গতকাল শুক্রবার (১০ অক্টোবর) স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে শহিদুল আলম টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইসরায়েল থেকে ইস্তাম্বুলে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান। পরে সেদিন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে তিনি ইস্তাম্বুল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। আজ শনিবার (১১ অক্টোবর) ভোরে ঢাকায় পৌঁছে শহিদুল আলম বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ দিয়ে বেরিয়ে আসেন। ভোর ৫টার কিছু পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। এই সময় গাজার উদ্দেশ্যে ফ্রিডম ফ্লোটিলার সঙ্গে তার যাত্রার অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
2025-10-11