আর্কাইভ
লগইন
হোম
বাংলাদেশ
বাংলাদেশিসহ ১৮৪ অবৈধ অভিবাসী আটক মালয়েশিয়ায়
মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান রাজ্যের নিলাই এলাকায় একটি ব্যাটারি কারখানায় অভিযান চালিয়ে ১৮৪ জন অবৈধ অভিবাসী শ্রমিককে আটক করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ। গতকাল বুধবার (০৫ নভেম্বর) সকালে পরিচালিত এই অভিযানে বিভিন্ন দেশের শ্রমিকদের অভিবাসন আইনের নানা অনিয়মের অভিযোগে আটক করা হয়। রাজ্য ইমিগ্রেশন বিভাগের পরিচালক কেনিথ তান আই কিয়াং জানান, আটককৃতদের মধ্যে ১৬৩ পুরুষ ও ২১ জন নারী রয়েছেন। তারা বাংলাদেশ, মিয়ানমার, পাকিস্তান এবং ইন্দোনেশিয়ার নাগরিক, যাদের বয়স ২০-৪৯ বছরের মধ্যে। প্রায় ৪ ঘণ্টার অভিযানে মোট ২১৯ জন বিদেশি শ্রমিককে যাচাই করা হয়, যার মধ্যে ১৮৪ জনকে আটক করা হয়।
1 দিন আগে
প্রথমবার যুক্তরাষ্ট্র থেকে এলো ৫৭ হাজার মেট্রিক টন গম
প্রথমবার যুক্তরাষ্ট্র থেকে এলো ৫৭ হাজার মেট্রিক টন গম
2025-10-25
যুক্তরাষ্ট্র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে বাংলাদেশ সরকার প্রথমবারের মতো সরকার থেকে সরকার ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করছে। এই চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে। যার প্রথম চালান হিসেবে ৫৬,৯৫৯ মেট্রিক টন গম নিয়ে এমভি নর্স স্ট্রাইড নামক জাহাজটি আজ চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর এবং যুক্তরাষ্ট্রের কৃষি অধিদপ্তরের মধ্যে সম্পাদিত চুক্তি মোতাবেক এই গম আমদানি কার্যক্রমটি চলমান রয়েছে।
ওয়ানডে ইতিহাসে ৬ষ্ঠ বারের মতো যে ‘রেকর্ড’ গড়লো বাংলাদেশ
ওয়ানডে ইতিহাসে ৬ষ্ঠ বারের মতো যে ‘রেকর্ড’ গড়লো বাংলাদেশ
2025-10-23
সাইফ হাসান আর সৌম্য সরকারের তাণ্ডব চলছেই। দুইজন মিলে ওপেনিং জুটিতে প্রায় এক বছর পর ফিফটি, ৩ বছর পর সেঞ্চুরির দেখা পাইয়ে দিয়েছিলেন। এবার প্রায় ৫ বছর পর ওপেনিং জুটিতে দেড়শর দেখাও পেয়ে গেছে বাংলাদেশ। ওয়ানডে ক্রিকেটে এই নিয়ে ষষ্ঠ বারের মতো এই কীর্তি গড়লো বাংলাদেশ। উইকেটে যে টার্ন আছে, তার আঁচ প্রথম ওভার থেকেই মিলছিল। আকিল হোসেইন-রস্টন চেসরা দারুণ বাঁক পাচ্ছিলেন শুরু থেকেই। তবে সাইফ আর সৌম্য যেই না আগ্রাসী রূপ নিলেন, তখনই পরিস্থিতি বদলে গেল। মনে হতে থাকল, এই বুঝি ব্যাটিং স্বর্গ! আগের দুই ম্যাচে যেখানে ওভারপ্রতি ৫ রান রাখতেই হিমশিম খেয়েছে বাংলাদেশ, সেখানে দুইজন মিলে শুরু থেকেই রান তুলেছেন ওভারপ্রতি নিদেনপক্ষে ৬ করে। আর তাতেই এক এক করে ৫০, ১০০ পেয়ে যায় বাংলাদেশ। এরপর সে ধারায় ১৫০ ও চলে আসে।