আর্কাইভ
লগইন
হোম
বলিউড
শাহরুখদের সঙ্গে কাজ করবেন হলিউডের অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথ
এবার বলিউডের সিনেমায় অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেছেন অস্কারজয়ী মার্কিন অভিনেতা ও র‍্যাপার উইল স্মিথ। সম্প্রতি দুবাইয়ে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি জানান, ভারতের শীর্ষ তারকা অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও সালমান খানের সঙ্গে কাজ করতে আগ্রহী তিনি। ইতোমধ্যে এই বিষয়ে বলিউড তারকাদের সঙ্গে তার প্রাথমিক আলোচনাও হয়েছে। নিজের নতুন প্রজেক্ট ‘পোল টু পোল উইথ উইল স্মিথ’-এর প্রিমিয়ার অনুষ্ঠানে যোগ দেন এই হলিউড তারকা। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলিউডে কাজ করার বিষয়ে নিজের পরিকল্পনার কথা জানান। স্মিথ বলেন, বর্তমানে অনেক ভারতীয় শিল্পী হলিউডে দাপটের সঙ্গে কাজ করলেও পশ্চিমা শিল্পীদের বলিউডে সেভাবে দেখা যায় না। তিনি এই ধারায় পরিবর্তন আনতে চান।
6 ঘন্টা আগে
জালিয়াতির অভিযোগে বলিউড জনপ্রিয় পরিচালক বিক্রম ভাট গ্রেফতার
জালিয়াতির অভিযোগে বলিউড জনপ্রিয় পরিচালক বিক্রম ভাট গ্রেফতার
2025-12-08
জনপ্রিয় বলিউড পরিচালক বিক্রম ভাট জালিয়াতির অভিযোগে গ্রেফতার হয়েছেন। রাজস্থান পুলিশের যৌথ অভিযানে বান্দ্রায় তার শ্যালিকার বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরিচালক বিক্রম এবং তার স্ত্রী শ্বেতাম্বরীর বিরুদ্ধে ৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ করেছেন উদয়পুরের বিখ্যাত আইভিএফ চিকিৎসক এবং ইন্দিরা আইভিএফ-এর প্রতিষ্ঠাতা অজয় মুর্দিয়া। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, চিকিৎসক অজয় মুর্দিয়ার দায়ের করা অভিযোগের ভিত্তিতেই পরিচালক বিক্রমকে গ্রেফতার করেছে পুলিশ। উদয়পুরের ভূপালপারা থানায় বিক্রম ভাট ও তার স্ত্রীসহ মোট ৬ জনের বিরুদ্ধে অভিযোগটি দায়ের করা হয়েছিল।
হিন্দুরীতিতে বিয়ে করলেন ছোটপর্দার অভিনেত্রী সারা খান
হিন্দুরীতিতে বিয়ে করলেন ছোটপর্দার অভিনেত্রী সারা খান
2025-12-07
বিগত ২০০৭ সালের মিস মধ্যপ্রদেশ খেতাব বিজয়ী ছোটপর্দার অভিনেত্রী সারা খান সাতপাকে বাঁধা পড়লেন। অভিনেত্রী ‘সাপনা বাবুল কা... বিদাই’, ‘রাম মিলায়ে জোড়ি’ এবং ‘জুনুন-এইসি নাফরাত তো ক্যায়সে ইশক’ ধারাবাহিকে অসাধারণ অভিনয়ের সুবাদে পরিচিতি পান। এবার দীর্ঘদিনের প্রেমিক কৃশ পাঠকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। গত অক্টোবরে আইনি বিয়ের পর এবার হিন্দুরীতিতে বিয়ে সারলেন বিগ বস তারকা সারা খান। অভিনেতা ও প্রযোজক কৃশ পাঠকের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ককে এবার পরিণয়ে রূপ দিলেন অভিনেত্রী। গত শুক্রবার (০৫ ডিসেম্বর) পারিবারিক পরিসরে কাছের আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের নিয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হন সারা-কৃশ। হিন্দুরীতি মেনে গায়েহলুদ, সাতপাক ঘোরা, মালাবদল এবং সিঁদুর দান সম্পন্ন করে প্রেমিকাকে সারাজীবনের সঙ্গী করে নেন কৃশ পাঠক। এই সময় তারকা জুটির বিয়ের অনুষ্ঠানে টিভিপর্দার একাধিক তারকাও উপস্থিত ছিলেন।
লন্ডনে শাহরুখ-কাজলের ভাস্কর্য নিয়ে আবেগ-আপ্লুত ভক্তরা
লন্ডনে শাহরুখ-কাজলের ভাস্কর্য নিয়ে আবেগ-আপ্লুত ভক্তরা
2025-12-06
দীর্ঘ প্রায় ৩০ বছর পরেও বলিউডের জনপ্রিয় সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’–এর স্মরণীয় মুহূর্ত উদযাপন করলেন শাহরুখ খান ও কাজল। লন্ডনের লেস্টার স্কোয়ারে সিনেমার আইকনিক দৃশ্যের ভঙ্গিমায় তৈরি ব্রোঞ্জের ভাস্কর্য উন্মোচন করেন এই দুইজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজলের সন্তান, ছেলে যুগ ও মেয়ে নিসা। ছবিতে দেখা যায়, মুষলধারে বৃষ্টির মধ্যে ছাতা হাতে কাজলের পাশে দাঁড়িয়ে রয়েছেন শাহরুখ খান; দুইজনেই হাসিমুখে এবং আনন্দিত। তাদের পেছনেই ভাস্কর্যটি স্পষ্টভাবে দৃশ্যমান। ভাস্কর্যটি কাজলের চরিত্র সিমরান এবং শাহরুখের চরিত্র রাজ–এর বিখ্যাত পোজে তৈরি। কাজল সাংবাদিকদের বলেন, ‘এটি সত্যিই অবিশ্বাস্য। ভাস্কর্যটির সামনে আমাদের সন্তানদের সঙ্গে থাকা যেন পুরনো স্মৃতিকে নতুনভাবে জীবন্ত করে তুলেছে। ৩০ বছর পরও ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ যে ভালোবাসা পাচ্ছে, তা সত্যিই আশ্চর্যজনক।’