আর্কাইভ
লগইন
হোম
ফিলিস্তিন
ইসরাইলের অবরোধ অব্যাহত: গাজায় ওষুধের অভাবে রোগীরা মৃত্যুর মুখে
দখলদার ইসরাইলের অব্যাহত অবরোধ ও চিকিৎসা সরঞ্জাম প্রবেশে বাধার কারণে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের স্বাস্থ্যব্যবস্থা চরম সংকটে পড়েছে। ওষুধ ও চিকিৎসা সহায়তার অভাবে হাজারও রোগী মৃত্যুর মুখে, আর হাসপাতালগুলো কার্যত অচল হয়ে পড়ছে বলে সতর্ক করেছেন গাজার শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ইসরাইলের অব্যাহত অবরোধ ও চিকিৎসা সরঞ্জাম প্রবেশে বাধার কারণে গাজার স্বাস্থ্যব্যবস্থা নজিরবিহীন বিপর্যয়ের মুখে পড়েছে। এতে হাজারও রোগী মৃত্যুঝুঁকি বা স্থায়ী পঙ্গুত্বের আশঙ্কায় রয়েছেন বলে সতর্ক করেছেন গাজার এক শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বারশ মঙ্গলবার আল জাজিরাকে বলেন, গাজার হাসপাতালগুলোর পরিস্থিতি এখন ‘করুণ ও ভয়াবহ’। ইসরাইল প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীর প্রবেশ অব্যাহতভাবে আটকে রাখায় গুরুতর রোগীদের চিকিৎসা দিতে পারছেন না চিকিৎসকেরা।
1 দিন আগে
ইসরাইলবিরোধী বিক্ষোভ উরুগুয়েতে, সম্পর্ক ছিন্নের আহ্বান
ইসরাইলবিরোধী বিক্ষোভ উরুগুয়েতে, সম্পর্ক ছিন্নের আহ্বান
2025-10-11
অবরুদ্ধ গাজায় ইসরাইলি আগ্রাসনের বিরোধিতা করে গতকাল শুক্রবার (১০ অক্টোবর) উরুগুয়ের রাস্তায় বিক্ষোভে নামেন হাজারো মানুষ। এই সময় তারা গাজায় চলমান মানবিক বিপর্যয়কে ‘গণহত্যা হিসেবে’ স্বীকৃতি এবং ইসরাইলের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা। খবর বার্তা সংস্থা মেহের’র। ‘গণহত্যা বন্ধ করো! শান্তি, ন্যায়বিচার ও স্বাধীনতা’ —এই স্লোগানকে কেন্দ্র করে আয়োজিত এই বিক্ষোভে দেশটির ১৯টি প্রশাসনিক অঞ্চলের মানুষ অংশ নেয়। এই বিক্ষোভের কেন্দ্রবিন্দু ছিল রাজধানী মন্টেভিডিও। এই সময় বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা নিয়ে স্লোগান দেন—‘ওটা ছিল হাসপাতাল, সামরিক ঘাঁটি নয়!’, ‘জায়নিস্ট রাষ্ট্র, আসল সন্ত্রাসী তোমরা!’। ইউনিয়ন নেতা ও প্রো-ফিলিস্তিন আন্দোলনের অন্যতম সমন্বয়ক ড্যানিয়েলা লোপেজ বলেন, ‘আমরা জানতাম এটা হবে আমাদের জীবনের সবচেয়ে বড় মিছিল। এই গণহত্যা চলছে দুই বছর ধরে—এখন আর নীরব থাকা সম্ভব নয়। মানুষ আজ রাস্তায় নেমে তাদের মানবতার কণ্ঠ তুলে ধরছে।’
গাজায় ইসরাইলি বর্বরতার ২ বছর: নিহত ৬৭,০০০ ফিলিস্তিনি
গাজায় ইসরাইলি বর্বরতার ২ বছর: নিহত ৬৭,০০০ ফিলিস্তিনি
2025-10-07
অবরুদ্ধ গাজায় ইসরাইলি বর্বরতার ২ বছর পূর্ণ হলো আজ মঙ্গলবার (০৭ অক্টোবর)। বিগত ২০২৩ সালের ০৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হামলার প্রতিক্রিয়ায় উপত্যকায় হামলা শুরু করে দখলদার বাহিনী। সেই হামলা আজও চলছে আর এতে নিহতের সংখ্যা ৬৭ হাজার ছাড়িয়ে গেছে। শুধু বিমান কিংবা স্থল হামলা নয়; সেদিন থেকেই উপত্যকাটি অবরোধ করেছে দখলদার বাহিনী। যার ফলে ত্রাণের অভাবে ভয়াবহ ক্ষুধা ও দুর্ভিক্ষের সম্মুখীন গাজার বাসিন্দারা। বিগত ২০২৩ সালের ০৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের অতর্কিত হামলার প্রতিক্রিয়ায় গাজায় তীব্র আক্রমণ শুরু করে ইসরাইল। হামাস নির্মূলের নামে ২ বছর ধরে গাজায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। এতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ এই উপত্যকা। চাথাম হাউসের রাজনৈতিক বিশ্লেষক সানাম ভাকিল বলেন, ‘২ বছর ধরে গাজায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করে আসছে ইসরাইল। যদিও তারা সেখানে কী অর্জন করেছে তা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে অনেক ক্ষেত্রে ইরান-সমর্থিত প্রতিরোধ নেটওয়ার্কের সক্ষমতাও কমেছে। অন্যদিকে, কয়েক দশকের তুলনায় এবার আন্তর্জাতিক ও আঞ্চলিকভাবে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে তেল আবিব।’