আর্কাইভ
লগইন
হোম
পাকিস্তান
বাংলাদেশিসহ ১৮৪ অবৈধ অভিবাসী আটক মালয়েশিয়ায়
মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান রাজ্যের নিলাই এলাকায় একটি ব্যাটারি কারখানায় অভিযান চালিয়ে ১৮৪ জন অবৈধ অভিবাসী শ্রমিককে আটক করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ। গতকাল বুধবার (০৫ নভেম্বর) সকালে পরিচালিত এই অভিযানে বিভিন্ন দেশের শ্রমিকদের অভিবাসন আইনের নানা অনিয়মের অভিযোগে আটক করা হয়। রাজ্য ইমিগ্রেশন বিভাগের পরিচালক কেনিথ তান আই কিয়াং জানান, আটককৃতদের মধ্যে ১৬৩ পুরুষ ও ২১ জন নারী রয়েছেন। তারা বাংলাদেশ, মিয়ানমার, পাকিস্তান এবং ইন্দোনেশিয়ার নাগরিক, যাদের বয়স ২০-৪৯ বছরের মধ্যে। প্রায় ৪ ঘণ্টার অভিযানে মোট ২১৯ জন বিদেশি শ্রমিককে যাচাই করা হয়, যার মধ্যে ১৮৪ জনকে আটক করা হয়।
1 দিন আগে
পাকিস্তানের হামলা: নিহত ৩ আফগান ক্রিকেটার শেষ খাবারও খেতে পারেননি
পাকিস্তানের হামলা: নিহত ৩ আফগান ক্রিকেটার শেষ খাবারও খেতে পারেননি
2025-10-19
পাকিস্তানের বিমান হামলায় প্রাণ হারান আফগানিস্তানের ৩ ক্লাব পর্যায়ের ক্রিকেটার। গত শনিবার (১৮ অক্টোবর) আফগানিস্তানের পাকতিকা প্রদেশে এই হামলায় কবির আগা, সিবঘাতুল্লাহ ও হারুন নামের ৩ ক্রিকেটার নিহত হন। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, এই ঘটনায় আরও ৫ জন স্থানীয় নাগরিক নিহত এবং ৭ জন আহত হয়েছেন। এসিবির বিবৃতিতে বলা হয়, নিহত ৩ ক্রিকেটার শনিবার পাকতিকা প্রদেশের রাজধানী শারানায় একটি প্রীতি ম্যাচে অংশ নিতে গিয়েছিলেন। খেলা শেষে উরগুন জেলায় এক বন্ধুর বাসায় ডিনারে আমন্ত্রিত ছিলেন তারা। কিন্তু রাতের খাবার শুরু করার আগেই ঘটে ভয়াবহ বিস্ফোরণ। হামলার প্রথম ধাক্কাতেই তারা প্রাণ হারান।
নারীদের কাবাডি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ঢাকায়
নারীদের কাবাডি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ঢাকায়
2025-10-16
বিশ্বের ১৪টি দেশের অংশ গ্রহণে আগামী ১৫-২৫ নভেম্বর কাবাডি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ঢাকায়। অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে সংবাদ সম্মেলনে এমনটি জানায় বাংলাদেশ কাবাডি ফেডারেশন। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী জাতীয় ইনডোর স্টেডিয়ামে খেলা হবে। কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ বলেন, ‘তারুণ্যর উৎসবের অংশ হিসেবে আমরা বিশ্বকাপ আয়োজন করছি। বিশ্বকাপ আয়োজন যেকোনো দেশের জন্যই মর্যাদার। “বিউটিফুল বাংলাদেশ” ভাবনা নিয়ে আমরা এর সঙ্গে বাংলাদেশ পর্যটন বোর্ডকে সম্পৃক্ত করার চেষ্টা করছি। জাতীয় খেলা হিসেবে আমরা কাবাডিকে সামনে নিতে চাই। এই টুর্নামেন্টের মাধ্যমে ইউরোপের সঙ্গেও আমাদের সম্পর্ক তৈরি হবে।’