আর্কাইভ
লগইন
হোম
পাকিস্তান
মিনহাসের সেঞ্চুরিতে উড়ে গেল ভারত, পাকিস্তানের এশিয়া কাপ জয়
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে পাকিস্তান। আজ দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসি একাডেমি মাঠে ৫০ ওভারের এই ফাইনালে ভারতকে ১৯১ রানে হারিয়ে শিরোপা জিতে নেয় পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারত। তবে শুরু থেকেই পাকিস্তানি ব্যাটারদের সামনে চাপে পড়ে যায় তারা। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৪৭ রান তোলে পাকিস্তান। পাকিস্তানের বড় সংগ্রহের মূল নায়ক ছিলেন- সামির মিনহাস। ১১৩ বলে ১৭২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ইনিংসে ছিল ১৭টি চার ও ৯টি ছক্কা। টুর্নামেন্টে এটি ছিল তার দ্বিতীয় সেঞ্চুরি। এর পূর্বে গ্রুপ পর্বে মালয়েশিয়ার বিপক্ষে তিনি অপরাজিত ১৭৭ রান করেছিলেন।
3 দিন আগে
পাকিস্তানে রাওয়ালপিন্ডির পর ইসলামাবাদেও ১৪৪ ধারা জারি
পাকিস্তানে রাওয়ালপিন্ডির পর ইসলামাবাদেও ১৪৪ ধারা জারি
2025-12-02
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ঘোষিত বিক্ষোভকে কেন্দ্র করে দেশটির কয়েকটি শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার (০২ ডিসেম্বর) সকালে বিক্ষোভ ঠেকাতে সেখানে ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন। এরপর ইসলামাবাদেও ১৪৪ ধারা জারি করা হলো। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, জননিরাপত্তার স্বার্থে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে এবং তা কঠোরভাবে মানা হবে। তিনি বলেন, কারা কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করার বিভিন্ন উদ্যোগ দেখা যাচ্ছে, যা মোটেও গ্রহণযোগ্য নয়। জেলখানায় সাক্ষাৎ সংক্রান্ত বিষয় সম্পূর্ণভাবে কারা প্রশাসনের দায়িত্ব, এটি কোনো রাজনৈতিক ইস্যু নয়।