আর্কাইভ
লগইন
হোম
নিষেধাজ্ঞা
ফিলিস্তিনের গাজায় মানবিক কাজে যুক্ত ৩৭ এনজিওকে ইসরাইলের নিষেধাজ্ঞা
ফিলিস্তিনের গাজায় ত্রাণ কার্যক্রম পরিচালনাকারী ৩৭টি মানবিক সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে ইসরাইল। খবর এএফপি’র গত বৃহস্পতিবার (০১ জানুয়ারি) তারা এই ঘোষণা দেয়। সংস্থাগুলো নির্ধারিত সময়সীমার মধ্যে ‘নিরাপত্তা ও স্বচ্ছতার মান’ পূরণে ব্যর্থ হওয়ায় তাদের এই অঞ্চল থেকে নিষিদ্ধ করা হবে বলে জানায় তারা। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলের তীব্র সমালোচনা সত্ত্বেও এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। ইসরাইলি কর্তৃপক্ষ জানায়, আন্তর্জাতিক এনজিওগুলোকে তাদের ফিলিস্তিনি কর্মীদের বিস্তারিত তথ্য প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই শর্তপূরণ না করায় সংশ্লিষ্ট এনজিওগুলোকে আগামী ০১ মার্চের মধ্যে গাজায় সব ধরনের কার্যক্রম বন্ধ করতে বলা হয়েছে।
2026-01-03
বিক্ষোভের মুখে সোশ্যাল মিডিয়া খুলে দিল নেপাল সরকার
বিক্ষোভের মুখে সোশ্যাল মিডিয়া খুলে দিল নেপাল সরকার
2025-09-09
নেপালের কাঠমান্ডুতে তরুণ প্রজন্মের ব্যাপক বিক্ষোভ ও আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে ১৯ জন নিহত ও শতাধিক আহত হওয়ার পর অবশেষে ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটির প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির নেতৃত্বাধীন মন্ত্রিসভা। খবর বিবিসির। নেপালের যোগাযোগ, তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং গতকাল সোমবার (০৮ সেপ্টেম্বর) রাতে এক ঘোষণায় এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, সোমবার মন্ত্রিসভার জরুরি বৈঠকে গৃহীত হয়েছে এই সিদ্ধান্ত। বৈঠকের পর সাংবাদিকদের বলেন পৃথ্বী সুব্বা গুরুং বলেন, ‘সরকার জেন জি’দের দাবি মেনে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এখন আন্দোলনকারীদের প্রতি আমাদের অনুরোধ— আপনারা শান্ত হোন এবং বাড়ি ফিরে যান।’
ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার
ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার
2025-09-08
রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে রেকর্ড ৮১৮টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর ইউরোপীয় নেতারা তীব্রভাবে নিন্দা জানিয়েছেন। তারা জানিয়েছেন, এই হামলা রাশিয়ার কূটনীতির পরিবর্তে যুদ্ধকে প্রাধান্য দেওয়ার প্রমাণ।সেই সঙ্গে ইউক্রেনের প্রতি তাদের সমর্থনও পুনর্ব্যক্ত করেছেন। ইউক্রেনের সামরিক কর্তৃপক্ষের বরাত দিয়ে বলা হয়েছে, এই হামলা শুক্রবার (০৫ সেপ্টেম্বর) রাতে শুরু হয় এবং এতে ৮০৫টি শাহেদ ড্রোন ও সিমুলেটর ইউএভি, ৯টি ইস্কান্দার-কে ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ৪টি ইস্কান্দার-এম/কেএন-২৩ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৭৫১টি ড্রোন ধ্বংস করতে সক্ষম হলেও, ৯টি ক্ষেপণাস্ত্র ও ৫৬টি ড্রোন ৩৭টি স্থানে আঘাত হানে।