আর্কাইভ
লগইন
হোম
নিউজিল্যান্ড
১ ওভারে ৫ উইকেট: বিশ্বরেকর্ড গড়লেন ইন্দোনেশিয়ান পেসার
এবার ইন্দোনেশিয়ার পেসার গেদে প্রিয়ান্দানা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক নতুন কীর্তি গড়েছেন। কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচে তিনি এক ওভারে ৫ উইকেট নিয়েছেন, যা কোনো পুরুষ বা নারী ক্রিকেটারের দ্বারা আন্তর্জাতিক পর্যায়ে প্রথমবারের মতো ঘটেছে। গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বালিতে সিরিজের প্রথম ম্যাচে কম্বোডিয়া ১৬৮ রানের লক্ষ্য তাড়া করছিল। ১৫ ওভারের পর তাদের সংগ্রহ ছিল ১০৬ রান, হাতে ৫ উইকেট। ১৬তম ওভারে প্রিয়ান্দানা বল করতে নামার পর প্রথম ৩ বলে ৩টি উইকেট নেন এবং হ্যাটট্রিক সম্পন্ন করেন। পরবর্তী দুই বলেও তিনি উইকেট নেন, মাত্র ১ রান খরচ করে ওভারটি শেষ করেন। এই অসাধারণ বোলিংয়ে ইন্দোনেশিয়ার জয় নিশ্চিত হয় ৬০ রানে। বল হাতে ইতিহাস গড়ার আগে প্রিয়ান্দানা ব্যাট করেও অবদান রাখেন। ওপেনিংয়ে নেমে ১১ বলে ৬ রান করেন। তবে দলের ইনিংসের মূল নায়ক ছিলেন উইকেটকিপার-ব্যাটার ধর্ম কুসুমা, যিনি ৬৮ বলে ১১০* রানের দারুণ ইনিংস খেলেন।
23 ঘন্টা আগে
কার হাতে উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফি, ভারত নাকি নিউজিল্যান্ড
কার হাতে উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফি, ভারত নাকি নিউজিল্যান্ড
2025-03-09
ফাইনালে গিয়ে খেই হারিয়ে ফেলেছিলো নিউজিল্যান্ড দল অবশ্য ভারতের বিপক্ষে অন্যরকম। যদিও তারা গ্রুপপর্বে হেরেছিল। তবে এবারের ফাইনাল হবে ব্যতিক্রম। এদিকে ফেভারিট হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসা নিজেদের প্রমাণ করেছে ভারত। একই শহরে থেকে তারা বাড়তি সুবিধা নিয়ে এগিয়েই আছে। আজ   বাংলাদেশ সময় বিকেল ৩টায় চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালআসরে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। মাঠে নামার আগে অবশ্য কিউই অধিনায়ক সৌভাগ্যের কথা জানালেন। অধিনায়ক হয়ে দলকে ফাইনাল পর্যন্ত টেনে আনা মিচেল স্যান্টনার অবশ্য আত্মবিশ্বাসে পরিপূর্ণ। বললেন, ‘আশা করছি, এই নিয়ে তৃতীয়বারের মতো সৌভাগ্যের মুখ দেখব আমরা।’  কিউই অধিনায়কের সৌভাগ্যের কথা বলার কারণও রয়েছে-তারা ভারতের বিপক্ষে ২৫ বছর আগে এই শিরোপাই জিতেছিল। বিগত ২০০০ সালে কেনিয়ার নাইরোবিতে আইসিসি নক-আউট টুর্নামেন্ট (বর্তমান চ্যাম্পিয়ন্স ট্রফি) শিরোপা জয় করেছিল তারা। আবার তারাই ২০২১ সালে এই ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছিল।