আর্কাইভ
লগইন
হোম
দক্ষিণ সিটি করপোরেশন
দেশে ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,০৬৯ জন
গত ২৪ ঘণ্টায় সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,০৬৯ জন। আজ বুধবার (০৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি, অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গু ড্যাশবোর্ড থেকে এই তথ্য জানা গেছে। এতে বলা হয়, ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩ জনের এবং বরিশাল ও খুলনা বিভাগে একজন করে মৃত্যু হয়েছে।
2 দিন আগে
‘ইশরাকের বিষয়ে সিদ্ধান্ত নির্বাচন কমিশনের’ : আপিল বিভাগ
‘ইশরাকের বিষয়ে সিদ্ধান্ত নির্বাচন কমিশনের’ : আপিল বিভাগ
2025-05-29
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণার গেজেট স্থগিত চেয়ে করা লিভ টু আপিল পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দিয়েছেন আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার (২৯ মে) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। রিটকারীর পক্ষে আদালতে ছিলেন আইনজীবী মোহাম্মদ হোসেন। ইশরাক হোসেনের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী মুহাম্মদ ইয়াসিন খান। আইনজীবী মোহাম্মদ হোসেন বলেন, আজকে রিট মামলাটি আপিল বিভাগ নিষ্পত্তি করে দিয়েছেন। আমরা আশা করবো নির্বাচন কমিশন শিগগিরই এটার (নির্বাচনী ট্রাইব্যুনালের রায়) বিরুদ্ধে আপিল দায়ের করবে। আর যদি ব্যর্থ হয় তাহলে আমরা আবার আইনগত ব্যবস্থা নেব।
বঙ্গবন্ধু এভিনিউয়ের নাম এখন ‘শহীদ আবরার ফাহাদ এভিনিউ
বঙ্গবন্ধু এভিনিউয়ের নাম এখন ‘শহীদ আবরার ফাহাদ এভিনিউ
2025-03-27
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের নাম পরিবর্তন করে ‘শহীদ আবরার ফাহাদ এভিনিউ’ রাখা হয়েছে। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার বিভিন্ন সড়ক, ভবন ও স্থাপনার নামও পরিবর্তন করা হয়েছে।     ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান গণমাধ্যমকে জানান, ‘নামকরণ সংক্রান্ত কমিটির প্রস্তাব অনুযায়ী বোর্ড সভায় তা গৃহীত হয়। এরপর সেটি অনুমোদনের জন্য স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়। সেখান থেকে অনুমোদনের পর নতুন নামকরণ চূড়ান্ত করা হয়েছে।’ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে বিগত ২০১৯ সালে ৬ অক্টোবর পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। তার নামেই এবার এই সড়কটির নামকরণ করল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।