আর্কাইভ
লগইন
হোম
ডোনাল্ড ট্রাম্প
নোবেলের মতো ‘শান্তি পুরস্কার’ দেবে ফিফা, ট্রাম্প কি জিতবেন এটা?
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা একটি নতুন পুরস্কারের ঘোষণা করেছে- ‘ফিফা পিস প্রাইজ’। এই পুরস্কার দেওয়া হবে শান্তি প্রতিষ্ঠায় অসাধারণ ভূমিকার স্বীকৃতি হিসেবে। আগামী ০৫ ডিসেম্বর ওয়াশিংটনে বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে প্রথমবারের মতো এই পুরস্কার প্রদান করবে ফিফা। গতকাল বুধবার (০৫ নভেম্বর) এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, পুরস্কারটি ‘শান্তির জন্য অসাধারণ পদক্ষেপের স্বীকৃতি হিসেবে’ প্রদান করা হবে। তবে প্রথম পুরস্কারটি কে পাবেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এখনই জানাননি। তিনি বলেন, ‘০৫ ডিসেম্বরেই দেখবেন।’ এই কথা ইনফান্তিনো বলেন মায়ামিতে আমেরিকা বিজনেস ফোরামে বক্তৃতা দেওয়ার সময়, যেখানে কিছুক্ষণ আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বক্তৃতা দিয়েছিলেন।
1 দিন আগে
আসিয়ান সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়ায় ডোনাল্ড ট্রাম্প
আসিয়ান সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়ায় ডোনাল্ড ট্রাম্প
2025-10-26
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের আকাশে রোববার (২৬ অক্টোবর) সকালেই নেমেছে বিশ্ব রাজনীতির ভারি পদচারণা। চলতি বছরের সবচেয়ে আলোচিত কূটনৈতিক আয়োজন-৪৭তম আসিয়ান সম্মেলনে অংশ নিতে আজ রোববার সকালেই মালয়েশিয়ায় অবতরণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক দশক পর এটিই কোনো মার্কিন প্রেসিডেন্টের মালয়েশিয়া সফর, আর ট্রাম্পের নিজেরও প্রথম আনুষ্ঠানিক আগমন এই দেশে। সকাল ১০টার দিকে প্রেসিডেন্টের বিশেষ বিমান এয়ার ফোর্স ওয়ান নেমে আসে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বুংগা রায়া কমপ্লেক্সে। রানওয়েতে ট্রাম্পকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম এবং তার স্ত্রী দাতুক সেরি ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল।
ইসরায়েলি পার্লামেন্ট পশ্চিম তীর দখলের বিল পাস করলো
ইসরায়েলি পার্লামেন্ট পশ্চিম তীর দখলের বিল পাস করলো
2025-10-23
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর আনুষ্ঠানিকভাবে নিজেদের ভূখণ্ডে অন্তর্ভুক্ত করার একটি বিল ইসরায়েলের পার্লামেন্টে প্রথম ধাপে পাস হয়েছে। বিলটি পূর্ণাঙ্গভাবে পাস হলে ফিলিস্তিনি এই ভূখণ্ডটি ইসরায়েলের সঙ্গে সংযুক্ত হবে এবং সেখানে ইসরায়েলের সার্বভৌমত্ব কার্যকর হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিজেই এই প্রস্তাবের বিরোধিতা করেছেন। আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। সংবাদমাধ্যমটি বলছে, ইসরায়েলি পার্লামেন্ট ‘নেসেট’ দখল করা পশ্চিম তীরে ইসরায়েলের সার্বভৌমত্ব আরোপের একটি বিতর্কিত বিলের প্রাথমিক অনুমোদন দিয়েছে। এটি কার্যত ফিলিস্তিনি ভূখণ্ড সংযুক্তিরই সমান এবং আন্তর্জাতিক আইনের প্রকাশ্য লঙ্ঘন।