আর্কাইভ
লগইন
হোম
টিউলিপ সিদ্দিক
হাসিনা-টিউলিপ-আজমিনাসহ ১৮ জনের প্লট দুর্নীতি মামলার রায় ০২ ফেব্রুয়ারি
ঢাকার পূর্বাচল নতুন শহর সরকারি প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং আজমিনা সিদ্দিকসহ ১৮ জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার জন্য আগামী ০২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ-৪ এর বিচারক রবিউল আলম রায় ঘোষণার জন্য এদিন ধার্য করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
1 দিন আগে
বোনকে ফ্ল্যাট নিতে স্বাক্ষর জাল করেছিলেন টিউলিপ
বোনকে ফ্ল্যাট নিতে স্বাক্ষর জাল করেছিলেন টিউলিপ
2025-03-15
বৃটেনের সাবেক নগরমন্ত্রী বাংলাদেশি বংশোদ্ভূত টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ হস্তান্তরে জাল নথি ব্যবহারের অভিযোগ এনেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বোন আজমিনা সিদ্দিকের কাছে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে জাল স্বাক্ষর ব্যবহার করেছিলেন টিউলিপ। তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঢাকার পূর্বাচল নিউ টাউন প্রকল্পে নিজের এবং তার পরিবারের জন্য সরকারি প্লট দখলের অভিযোগ উঠেছে। টিউলিপ অবৈধভাবে রাষ্ট্রীয় মালিকানাধীন জমির বরাদ্দ থেকে এসব সম্পদ অর্জন করেছেন। এ খবর দিয়ে বৃহস্পতিবার (১৩ মার্চ) একটি প্রতিবেদন প্রকাশ করেছে বৃটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস। এতে বলা হয়েছে, বোনকে সম্পদ পাইয়ে দিতে নথিপত্রে জাল স্বাক্ষর ব্যবহার করেন টিউলিপ। তিনি পলাতক বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি। টিউলিপ সিদ্দিক পরিবার এবং নিজের জন্য ঢাকার পূর্বাচলের নিউ টাউনে প্লট পেতে অবৈধ পথ অবলম্বন করেছিলেন।