আর্কাইভ
লগইন
হোম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাবিতে প্রথমবারের মতো পরীক্ষার্থীদের পাশে ইসলামী ছাত্রীসংস্থা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে বাংলাদেশ ইসলামি ছাত্রীসংস্থা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে হেল্পডেস্ক ও তথ্য সেবাকেন্দ্র টেন্ট স্থাপন করা হয়েছে। আজ রোববার (২১ ডিসেম্বর ) ছাত্রীসংস্থার টেন্ট সকাল থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের সেবা দিয়ে যাচ্ছেন। ছাত্রী সংস্থার টেন্ট থেকে সেবা পেয়ে এক অভিভাবক বলেন, জাহানঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রীসংস্থার টেন্টে এসে সকালেই বসেছি তারা তথ্য ও দিকনির্দেশনা দিয়েছে। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা  এবং অভিভাবকদের এই ছাত্রীসংস্থার টেন্টে এসে নিদ্বির্ধায় সেবা নিতে পারবেন। তাদের ব্যবহার ও সেবায় আমি খুবই মুগ্ধ।
4 দিন আগে
জাকসু নির্বাচন: ৩৩ বছর পর ১১ সেপ্টেম্বর ভোট হচ্ছে
জাকসু নির্বাচন: ৩৩ বছর পর ১১ সেপ্টেম্বর ভোট হচ্ছে
2025-08-11
এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েরও কেন্দ্রীয় ছাত্র সংসদ বা জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাকসু নির্বাচন। গতকাল রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র সংসদ নির্বাচনের সদস্য সচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম এ তফসিল ঘোষণা করেন। এই উপলক্ষ্যে আজই খসড়া ভোটার তালিকা ও আচরণবিধি প্রকাশ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্বাচনে অংশ নিতে আগামী ১৮ ও ১৯ আগস্ট মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা। মনোনয়ন যাচাই বাছাই শেষে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আগামী ২৫ আগস্ট। নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা আগামী ২৯ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত নির্বাচনি প্রচারণা চালাতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মো. মনিরুজ্জামান এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন।