আর্কাইভ
লগইন
হোম
জামিন
গত ১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছি আমি: ড. আসিফ নজরুল
গত ১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হওয়ার দাবি করে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশে গত ১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার বিরুদ্ধে হয়েছে? আমার বিরুদ্ধে হয়েছে, চ্যালেঞ্জ করে বললাম। প্রথম ৪ মাসে শুধু ৪টা ডেডিকেটেড ভিডিও করা হয়েছে আমাকে টার্গেট করে। আজ শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘রাজনৈতিক দল, মানবাধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা’ শীর্ষক পলিসি ডায়ালগে তিনি এসব কথা বলেন। আইন উপদেষ্টা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি ১৫ বছর ছিলাম পাকিস্তানের দালাল, ওভার নাইট আমি ভারতের দালাল হয়ে গেছি। আমার আমেরিকায় বাড়ি আছে, আমার পরিবার চলে গেছে অলরেডি আমেরিকায়। প্রকাশ্যে চ্যালেঞ্জ করে বলেছি আজ থেকে ছয় মাস আগে, কেউ খুঁজে বের করতে পারেনি। যেই মিথ্যুক, যে যে বদমাইশ এগুলো প্রচার করেছে, তাদের কেউ কিছু বলেছেন? এর চেয়ে বড় সাইবার বুলিং হয়? একটা মানুষ যার জীবনে সততা সবচেয়ে বড় অহংকার, তার বিরুদ্ধে এই ধরনের ক্যাম্পেইন করা হয়েছে।
4 দিন আগে
হত্যাচেষ্টা মামলা: জামিন পেলেন অপু বিশ্বাস
হত্যাচেষ্টা মামলা: জামিন পেলেন অপু বিশ্বাস
2025-07-13
গতবছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানায় এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়েছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। আজ রোববার (১৩ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতে আত্মসমর্পণ করলে মামলার শুনানি শেষে তার জামিন মন্জুর করা হয়। এ সময় আদালতে উপস্থিত ছিলেন অভিনেত্রী অপু বিশ্বাস। পরে তার আইনজীবী আবুল বাশার কামরুল আদালতে জামিন চেয়ে আবেদন করলে বিচারপতি মোস্তাফিজুর রহমান তাকে জামিনের আদেশ দেন। এদিকে রাষ্ট্রপক্ষ আইনজীবী অভিনেত্রীর জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন মন্জুর করেন। এর পূর্বে অপু বিশ্বাস গত ০২ জুন হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন। গত বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মো. ওয়াহিদুজ্জামানের আদালতে উপস্থিত হয়ে জামিননামা দাখিল করেন অভিনেত্রী।