এনসিপি যে দুই কারণে জুলাই সনদে স্বাক্ষর করবে না
আগামীকাল শুক্রবার (১৭ অক্টোবর) জুলাই জাতীয় সনদে সাক্ষর অনুষ্ঠান হবে। তার ঠিক এক দিন আগে বোমা ফাটাল জাতীয় নাগরিক পার্টি। সংবাদ সম্মেলন করে তারা জানিয়েছে, শুক্রবার আসন্ন এই অনুষ্ঠানে তারা অংশ নেবে না।
জাতীয় নাগরিক পার্টির আঁতুড়ঘর ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যা ছিল জুলাই গণঅভ্যূত্থানের মুখ্য শক্তি। সেই এনসিপি এবার জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না বলে ঘোষণা দিয়েছে।
এমন ইঙ্গিত বেশ কিছুদিন ধরেই মিলছিল। অবশেষে সে শঙ্কাটাই সত্যি হলো। এখন এনসিপির স্বাক্ষর ছাড়া জুলাই জাতীয় সনদ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার শঙ্কা জেগেছে।