আমাদের সামনে মহা চ্যালেঞ্জ, আমাদের ঐক্যের বিকল্প নাই: প্রধান উপদেষ্টা
দেশকে বাঁচাতে ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমাদের সামনে মহা চ্যালেঞ্জ। আমাদের ঐক্যের বিকল্প নাই।
গতকাল শনিবার (০১ নভেম্বর) প্রধান উপদেষ্টা এক বার্তায় এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানায়।
প্রধান উপদেষ্টা বলেন, আমাদের সবার মনে রাখতে হবে, যে অভূতপূর্ব ঐক্য আমাদের মাঝে রয়েছে রাষ্ট্র সংস্কারে এই জাতীয় ঐক্য আমাদের ধরে রাখতেই হবে। কারণ ফ্যাসিবাদী গোষ্ঠী এ জাতিকে বিভক্ত করতে সর্বশক্তি নিয়োজিত করেছে।
তিনি বলেন, গত ১৫ মাস আমরা তাদের নানা ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করেছি। ফ্যাসিবাদকে পরাস্ত করতে হলে, এ দেশকে বাঁচাতে হলে জাতীয় ঐক্য ধরে রাখা ছাড়া আর কোনো বিকল্প নাই।