আর্কাইভ
লগইন
হোম
চ্যানেল
মধ্যবিত্ত পরিবারের গল্প নিয়ে তৈরি অসাধারণ নাটক ‘কোটিপতি’
সচ্ছল ও কোটিপতি হয়েও মধ্যবিত্ত জীবন কাটানো এক অসামান্য পরিবারের গল্পে আবর্তিত হয়েছে অসাধারণ একটি নাটক। যে গল্পের কেন্দ্রে রয়েছেন ফারহান আহমেদ জোভান। স্ত্রীর চরিত্রে সঙ্গে আছেন কেয়া পায়েল। নাটকে জোভান-পায়েলের রসায়ন নতুন কিছু নয়, বরং প্রমাণিত সফল তারা। তবে এবার একটু ভিন্ন অবয়বে হাজির হবেন দুইজনে। কারণ, এবার আর প্রেম-বিরহ নয়। সরাসরি সংসার-সন্তানসহ স্বামী-স্ত্রীর টানাপোড়েনের জীবনে দেখা যাবে জনপ্রিয় এই জুটিকে এমনটাই জানান নির্মাতা এসআর মজুমদার। মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে সিএমভির ব্যানারে নির্মিত নাটকটির নাম ‘কোটিপতি’, যা মুক্তি পাচ্ছে ঈদে-চাঁদে নয়, এই শীতে।
1 দিন আগে
লাইভের পর সংবাদকর্মীর মৃত্যু, সহকর্মীকে হারিয়ে অশ্রুসিক্ত সাংবাদিকরা
লাইভের পর সংবাদকর্মীর মৃত্যু, সহকর্মীকে হারিয়ে অশ্রুসিক্ত সাংবাদিকরা
2025-09-09
তরিকুল ইসলাম শিবলী ছিলেন সরব, চঞ্চল, নিবেদিত একজন সংবাদকর্মী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কভার করতে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে মারা যান শিবলী। ডিউটিরত থাকা অবস্থায় সাংবাদিক শিবলীর মৃত্যু কোনোমতেই মেনে নিতে পারছেন না, সহকর্মী ও তার আত্মীয়-স্বজনরা। সহকর্মীরা বলছেন, মৃত্যুর কিছু আগে শিবলী কার্জন হলের সামনে ডাকসুর নির্বাচনের লাইভ করেছে অথচ এর কিছুক্ষণ পরেই লাশ হলো। আজ মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) চ্যানেল এস’র স্টাফ রিপোর্টার তরিকুল ইসলাম শিবলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল থেকে ডাকসু নির্বাচন নিয়ে সরাসরি লাইভ করছিলেন। পাঠকদের কাছে তুলে ধরছিলেন ভোটের আপডেট, নিচ্ছিলেন ভোটারদের অভিমত। কিন্তু কে জানত, সেই লাইভে হবে তার জীবনের শেষ সংবাদ পরিবেশন। লাইভ শেষে, আশেপাশের উপস্থিত ভোটারদের বক্তব্য নিতে নিতে হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে থাকা সহকর্মীরা দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আবার ধারাবাহিকে ফিরছেন পাখিখ্যাত অভিনেত্রী মধুমিতা সরকার
আবার ধারাবাহিকে ফিরছেন পাখিখ্যাত অভিনেত্রী মধুমিতা সরকার
2025-08-31
ভারতীয় চ্যানেল স্টার জলসার ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে পাখি চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হন মধুমিতা সরকার। সবশেষ তাকে দেখা গিয়েছিল স্টার জলসারই জনপ্রিয় আরেক ধারাবাহিক ‘কুসুম দোলা’ নাটকে। এরপর সিনেমা ও ওয়েব সিরিজে একের পর এক কাজ করে যান অভিনেত্রী। এবার আবার ফিরছেন ছোটপর্দায়। তাকে নতুন চরিত্রে দেখা যাবে। ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে সেই ধারাবাহিকের ট্রেলার। ভারতীয় গণমাধ্যম জানায়, নতুন ধারাবাহিক ‘ভোলেবাবা পার করেগা’য় এবার র‌্যাপারের চরিত্রে দেখা যাবে মধুমিতাকে। ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিক নাটকের গল্পটি ঠিক এমন- সাধারণ একটি পরিবারের মেয়ের দর্শকদের কাছে পছন্দের গায়িকা হয়ে ওঠার এক অদম্য ইচ্ছাই প্রকাশ পাবে। যদিও এই ধারাবাহিকের ট্রেলার দেখে দর্শকমহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।