আর্কাইভ
লগইন
হোম
চ্যানেল
জোভান ও কেয়া পায়েলের ডার্ক কমেডি থ্রিলার ‘টাকা’ ইউটিউবে মুক্তি পেলো
সবার মাঝে টাকা নিয়ে হইচই, কে নিবে আর কে ছেড়ে দিবে এর মাঝে কেউ হালাল পথে চলে, কেউ আবার শর্টকাট পথ বেছে নেয়। এমনই অর্থলোভ ও শর্টকাট মানসিকতার গল্প নিয়ে জাগো এন্টারটেইনমেন্ট ইউটিউবে চ্যানেলে মুক্তি পেয়েছে ডার্ক কমেডি থ্রিলার নাটক ‘টাকা’। তারেক রহমানের রচনা ও পরিচালনায় নাটকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন- জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী কেয়া পায়েল। জোভানের চরিত্রে থাকছে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও ডার্ক কমেডির এক ভিন্ন রূপ, যা দর্শকদের জন্য চমক হিসেবে কাজ করবে। নাটকটিতে আরও অভিনয় করেছেন শিবা সানু, ডন হক, আরমান পারভেজ মুরাদ, এ কে আজাদ সেতু, পারভেজ সুমন ও সাইমুম সাজিদ।
2025-11-27
আবার ধারাবাহিকে ফিরছেন পাখিখ্যাত অভিনেত্রী মধুমিতা সরকার
আবার ধারাবাহিকে ফিরছেন পাখিখ্যাত অভিনেত্রী মধুমিতা সরকার
2025-08-31
ভারতীয় চ্যানেল স্টার জলসার ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে পাখি চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হন মধুমিতা সরকার। সবশেষ তাকে দেখা গিয়েছিল স্টার জলসারই জনপ্রিয় আরেক ধারাবাহিক ‘কুসুম দোলা’ নাটকে। এরপর সিনেমা ও ওয়েব সিরিজে একের পর এক কাজ করে যান অভিনেত্রী। এবার আবার ফিরছেন ছোটপর্দায়। তাকে নতুন চরিত্রে দেখা যাবে। ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে সেই ধারাবাহিকের ট্রেলার। ভারতীয় গণমাধ্যম জানায়, নতুন ধারাবাহিক ‘ভোলেবাবা পার করেগা’য় এবার র‌্যাপারের চরিত্রে দেখা যাবে মধুমিতাকে। ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিক নাটকের গল্পটি ঠিক এমন- সাধারণ একটি পরিবারের মেয়ের দর্শকদের কাছে পছন্দের গায়িকা হয়ে ওঠার এক অদম্য ইচ্ছাই প্রকাশ পাবে। যদিও এই ধারাবাহিকের ট্রেলার দেখে দর্শকমহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
গোবিন্দর নামে প্রতারণার অভিযোগ: ৩৭ বছরের সংসার ভাঙার পথে,,,
গোবিন্দর নামে প্রতারণার অভিযোগ: ৩৭ বছরের সংসার ভাঙার পথে,,,
2025-08-23
বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ। প্রায় ৩৭ বছর সাংসার জীবন অতিবাহিত করছেন গোবিন্দ এবং সুনীতা আহুজা দম্পতি। রুপালি পর্দায় আসার আগেই সুনীতাকে বিয়ে করেছিলেন গোবিন্দ। যদিও অনেক বছর পর সেই বিয়ের খবর প্রকাশ হয়। কিন্তু গত বেশ কয়েক মাস ধরে গুঞ্জন, তারা নাকি একসঙ্গে ভালো নেই। শোনা যাচ্ছে, ২০২৪ সালের ০৫ ডিসেম্বর সুনীতা নাকি বান্দ্রা পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। সেই সময় অভিনেতাকে তলব করা হলেও তিনি যাননি। শুধু তাই নয়, গোবিন্দ আদালতের কাউন্সেলিং অধিবেশনেও উপস্থিত ছিলেন না। বোঝাই যাচ্ছে, গতবছর থেকেই তাদের দাম্পত্যে চিড় ধরতে শুরু করেছিল।