আর্কাইভ
লগইন
হোম
চিফ প্রসিকিউটর
সালমান-আনিসুলের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল
চব্বিশের জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ । আজ সোমবার (১২ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। একইসঙ্গে এই মামলায় রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্যের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে। আদালতে আসামি পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম।
2 দিন আগে
গুমের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম দুটি ফরমাল চার্জ দাখিল
গুমের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম দুটি ফরমাল চার্জ দাখিল
2025-10-08
পতিত ও বিগত আওয়ামী সরকারের আমলে আলোচিত গুমের ঘটনায় প্রথম বারের মতো ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুটি ফরমাল চার্জ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। একটিতে শেখ হাসিনাসহ ১৭ এবং অপরটিতে শেখ হাসিনাসহ ১৩ জনকে আসামি করা হয়েছে। আজ বুধবার (৮ অক্টোবর) এই তথ্য জানিয়ে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম বলেন, আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে-১ এ গুমের অভিযোগে ২টি এবং জুলাই আন্দোলনে গুলি করার অভিযোগে বিজিবির অফিসারদের বিরুদ্ধে ১ টি সহ মোট ৩টি ফরমাল চার্জ দাখিল হয়েছে।
ট্রাইব্যুনালে ছেলেকে গুলি করার ভিডিও দেখে কাঁদলেন আবু সাঈদের বাবা
ট্রাইব্যুনালে ছেলেকে গুলি করার ভিডিও দেখে কাঁদলেন আবু সাঈদের বাবা
2025-08-27
গত ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। আজ বুধবার (২৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই মামলার সূচনা বক্তব্য উপস্থাপনের সময় আদালতে প্রদর্শিত ভিডিও দেখে কান্নায় ভেঙে পড়েন সাঈদের বাবা মকবুল হোসেন। ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের বিচারিক প্যানেল আগামীকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) প্রথম সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন। আজ সকালে মামলার ৬ আসামিকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন- এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।