আর্কাইভ
লগইন
হোম
চিকিৎসা
ফিলিস্তিনিদের জন্য কুমির-ঘেরা কারাগার বানাবে ইসরাইল
ইসরাইলি দখলদার বাহিনীর হাতে আটক ফিলিস্তিনি বন্দিদের জন্য ‘কুমির-ঘেরা কারাগার’ বানানোর প্রস্তাব দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ও চরম ডানপন্থি নেতা ইতামার বেন-গভির। তার দাবি, এতে কোনো বন্দি পালিয়ে যাওয়ার সাহসও করবে না। খবর আনাদালু এজেন্সি গতকাল রোববার (২১ ডিসেম্বর) স্থানীয় চ্যানেল ১৩ জানিয়েছে, ইসরাইলের প্রিজন সার্ভিস এই ‘অস্বাভাবিক প্রস্তাব’ খতিয়ে দেখছে। যেখানে বলা হয়েছে, বন্দিদের পালানোর সুযোগ সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রাখতে কারাগারের চারপাশে কুমির রাখা হবে।
2 দিন আগে
যুদ্ধবিরতি লঙ্ঘন: গাজায় ইসরাইলি হামলা, ৩ শিশুসহ ১১ নিহত
যুদ্ধবিরতি লঙ্ঘন: গাজায় ইসরাইলি হামলা, ৩ শিশুসহ ১১ নিহত
2025-10-19
অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় একই পরিবারের ১১ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭টি শিশু ও ৩ জন নারী। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র ৮ দিন পরই ইসরাইল চুক্তি লঙ্ঘনের এই ঘটনা ঘটালো। আজ রোববার (১৯ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। গাজার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানায়, গত শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় গাজা সিটির জায়তুন এলাকায় আবু শাহবান পরিবারের বেসামরিক একটি গাড়িতে ইসরাইলি বাহিনীর ট্যাংকের গোলা আঘাত হানে। গাড়িটিতে করে তারা তাদের নিজ বাড়ির অবস্থা দেখতে যাচ্ছিলেন। সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, নিহতদের মধ্যে ৭টি শিশু ও ৩ জন নারী। তিনি বলেন, ‘তাদের সতর্ক করা যেত বা অন্যভাবে ব্যবস্থা নেওয়া যেত। কিন্তু যা ঘটেছে, তা প্রমাণ করে দখলদার বাহিনী এখনো রক্তপিপাসু এবং নিরীহ বেসামরিকদের বিরুদ্ধে অপরাধ চালিয়ে যাচ্ছে।’