আর্কাইভ
লগইন
হোম
চলচ্চিত্র
‘আমাদের রানী ক্যাটরিনাকে কখনো ভুলবো না’: অক্ষয় কুমার
বলিউড সিনেমার অন্যতম হিট জুটি অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফ। একটা সময় দুইজনের অনস্ক্রিন কেমিস্ট্রি এতটাই রসালো ছিল, যে দুইজনের অফস্ক্রিন সম্পর্কের চর্চাও শুরু হয়েছিল। যদিও বাস্তবে অক্ষয়ের ভালো বন্ধু ক্যাটরিনা। বিগত ২০০৭ সালের চলচ্চিত্র ওয়েলকামের ‘এক উঁচা লম্বা কদ’ গানটি তুমুল সাড়া ফেলেছিল, যা এত বছর পরেও ভক্তদের কাছে সেই গানের আবেদনের জোয়ারে ভাঁটা পড়েনি। এই গানটি অক্ষয়ের পরবর্তী ছবি, ওয়েলকাম টু দ্য জঙ্গলের জন্য পুনরায় তৈরি করা হয়েছে বলেই ধারণা।
2 দিন আগে
অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী ডায়ান কিটন মারা গেছেন
অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী ডায়ান কিটন মারা গেছেন
2025-10-12
অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী ডায়ান কিটন আর নেই। গতকাল শনিবার (১১ অক্টোবর) ক্যালিফোর্নিয়ায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। ডায়ান কিটনের বন্ধু ডোরি রাথ তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। গত শতাব্দীর ১৯৭০ সালে ডায়ান কিটন রোমান্টিক কমেডি লাভার্স অ্যান্ড আদার স্ট্রেঞ্জার্সের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। পরে তিনি দ্য গডফাদার ছবিতে অ্যাডামস করলিওনের ভূমিকায় অভিনয়ের মাধ্যমে খ্যাতি অর্জন করেন। এছাড়া, ফাদার অফ দ্য ব্রাইড, ফার্স্ট ওয়াইভস ক্লাব এবং অ্যানি হলের মতো চলচ্চিত্রেও অভিনয় করেন কিটন। ১৯৭৮ সালে সেরা অভিনেত্রী হিসেবে অস্কার পুরস্কার পান তিনি।