আর্কাইভ
লগইন
হোম
গ্রেফতার
যশোরে ৩৫০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার
প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের সাড়ে ৩ হাজার পিস ইয়াবাসহ কুদ্দুস আলী (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছেন যশোর ডিবি পুলিশের সদস্যরা। গ্রেফতার কুদ্দুস আলী শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের কাজল হোসেনের ছেলে। গতকাল সোমবার (০৩ নভেম্বর) সন্ধ্যারাতে যশোর সদর উপজেলার বাউলিয়া চাঁনপাড়ার একটি দোকানের সামনে থেকে কুদ্দুস আলীকে গ্রেফতার করা হয়।
3 দিন আগে
 আলুটিলা পর্যটন এলাকায় বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার স্কুলশিক্ষিকা, গ্রেফতার ১
আলুটিলা পর্যটন এলাকায় বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার স্কুলশিক্ষিকা, গ্রেফতার ১
2025-10-25
খাগড়াছড়ির আলুটিলা পর্যটন এলাকায় বেড়াতে গিয়ে এক স্কুলশিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে লিটন ত্রিপুরা (২৪) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এর পূর্বে সাড়ে ৮টার দিকে ধর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মাটিরাঙা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে স্কুলশিক্ষিকা তার বন্ধুকে নিয়ে জেলা শহর থেকে ৬ কিলোমিটার দূরে আলুটিলা বেড়াতে যান। এই সময় লিটন ত্রিপুরা তাদের অনুসরণ করেন। তারা আলুটিলায় তারেং এলাকায় পৌঁছানোর পর লিটন তাদের অস্ত্রের ভয় দেখিয়ে পাশের জঙ্গলে নিয়ে যান। সেখানে ভুক্তভোগীকে ধর্ষণ করেন। এছাড়া ধর্ষণের পর ১০ হাজার টাকা দাবি করেন। পরে ভুক্তভোগীর বন্ধু স্থানীয় সেনা ক্যাম্পে খবর দিলে সেনাবাহিনী ও স্থানীয়রা লিটন ত্রিপুরাকে আটক করে। পরে পুলিশে সোর্পদ করে।
ফরিদপুরের আলফাডাঙ্গায় ২০ টাকার জন্য বন্ধুর হাতে বন্ধু খুন!
ফরিদপুরের আলফাডাঙ্গায় ২০ টাকার জন্য বন্ধুর হাতে বন্ধু খুন!
2025-10-23
সহপাঠী ও বন্ধু আমির হামজার (১৩) কাছ থেকে প্রায়ই টাকা ধার নিহত ফরহাদ রেজা (১৬)। সর্বশেষ সে ৫০ টাকা ধার নিয়েছিল। তার মধ্যে ৩০ টাকা পরিশোধও করেছিল। কিন্তু বাকি থাকা ২০ টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই বন্ধুর মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে দুইজন তর্ক-বিতর্ক করতে করতে যাওয়ার সময় ক্ষিপ্ত হয়ে হামজার গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে ফরহাদ। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের চান্দড়া তা’লিমুল কুরআন মাদরাসা ও এতিমখানায়। এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে ঐ কিশোরের (হত্যাকারী) ব্যবহৃত একটি কাঁথার সূত্র ধরে এই হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. আজম খান।
আংশিক খুলেছে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত
আংশিক খুলেছে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত
2025-10-22
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার চামান–স্পিন বোলদাক সীমান্ত বাণিজ্যের জন্য আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে বলে দেশটির সরকারি সূত্রে গত সোমবার নিশ্চিত করেছে। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সামা টিভি। পাকিস্তান যখন ব্যাপক আকারে আফগান শরণার্থীদের নিজ দেশে ফেরত পাঠানোর অভিযান চালাচ্ছে—এমন সময়ে সীমান্ত খোলার সিদ্ধান্ত এল। শুধু অক্টোবর মাসেই ৬৭ হাজারের বেশি আফগান নাগরিক পাকিস্তান ত্যাগ করেছে, এবং ১৮ নভেম্বরের মধ্যে সম্পূর্ণ উচ্ছেদের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সরকারি সূত্র জানায়, চামান সীমান্ত আপাতত কেবল বাণিজ্যিক পণ্যবাহী যানবাহনের জন্য খোলা হয়েছে। তবে নিরাপত্তাজনিত কারণে সাধারণ মানুষের যাতায়াত এখনো নিষিদ্ধ। উভয় দেশের কাস্টমস ও বাণিজ্য কর্মকর্তারা সীমান্তে উপস্থিত থেকে নিয়ন্ত্রিত চলাচল তদারকি করছেন। আপাতত শুধু খালি ট্রাকগুলোকেই আফগানিস্তানে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। আফগান চালকদের বৈধ পাসপোর্ট ও ভিসা থাকা বাধ্যতামূলক।