‘আমাদের রানী ক্যাটরিনাকে কখনো ভুলবো না’: অক্ষয় কুমার
বলিউড সিনেমার অন্যতম হিট জুটি অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফ। একটা সময় দুইজনের অনস্ক্রিন কেমিস্ট্রি এতটাই রসালো ছিল, যে দুইজনের অফস্ক্রিন সম্পর্কের চর্চাও শুরু হয়েছিল। যদিও বাস্তবে অক্ষয়ের ভালো বন্ধু ক্যাটরিনা।
বিগত ২০০৭ সালের চলচ্চিত্র ওয়েলকামের ‘এক উঁচা লম্বা কদ’ গানটি তুমুল সাড়া ফেলেছিল, যা এত বছর পরেও ভক্তদের কাছে সেই গানের আবেদনের জোয়ারে ভাঁটা পড়েনি। এই গানটি অক্ষয়ের পরবর্তী ছবি, ওয়েলকাম টু দ্য জঙ্গলের জন্য পুনরায় তৈরি করা হয়েছে বলেই ধারণা।