আর্কাইভ
লগইন
হোম
ইয়েমেন
২০২৫ সালে সাগরপথে স্পেনযাত্রায় ৩ হাজারের বেশি মানুষের প্রাণহানি
গত ২০২৫ সালের ০১ জনুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে স্পেনে যাওয়ার পথে নিহত হয়েছেন ৩,০৯০ জন অভিবাসনপ্রত্যাশী। তারা সবাই নৌকাডুবিতে প্রাণ হারান। এদের মধ্যে ১৯২ জন নারী এবং ৪৩৭ জন শিশুও আছে। মোট ৩০টি দেশের অভিবাসনপ্রত্যাশীরা রয়েছেন প্রাণহানির এই তালিকায়। অধিকাংশ দেশই পূর্ব ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশের; এর বাইরে পাকিস্তান, সিরিয়া, ইয়েমেন, সুদান, ইরাক ও মিশরের নাগরিকরাও রয়েছেন।
2026-01-01
ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুতি
ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুতি
2025-06-15
ইরানের পাশাপাশি গতকাল শনিবার (১৪ জুন) রাতভর ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে । প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার (১৪ জুন) ইরানজুড়ে দ্বিতীয় দিনের মতো বেসামরিক ও জ্বালানি অবকাঠামোতে বোমা হামলা চালায় ইসরাইল। এই হামলায় তেহরানের শাহরান তেল স্থাপনায় আগুন লাগে। জবাবে রাতে ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেই গতকাল শনিবার রাতে ইসরাইলে হামলা চালায় ইয়েমেনের হুতিরা। এটা গত এক সপ্তাহের মধ্যে তাদের দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা।
ইসরায়েলের প্রধান বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা
ইসরায়েলের প্রধান বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা
2025-05-04
হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নের সীমানার ভেতরে আঘাত হেনেছে। আজ রবিবার (০৪ মে) সকালে এই হামলায় ৪ জন আহত হন বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এই ঘটনায় বিমানবন্দর কিছু সময়ের জন্য বন্ধ থাকলেও পরে ফ্লাইট ওঠানামা আবারো চালু হয়েছে। অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা যায়, বিমানবন্দরের কাছে একটি সড়কে গাড়িচালকেরা গাড়ি থামিয়ে আশ্রয়ের খোঁজে দৌড়ে যাচ্ছেন। মুহূর্তের মধ্যে আকাশে দেখা যায় বিস্ফোরণে সৃষ্ট কালো ধোঁয়ার কুণ্ডলি। এই হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা আমাদের ওপর আঘাত হানে, আমরা তাদের ৭ গুণ শক্তিতে পাল্টা জবাব দেব।