আর্কাইভ
লগইন
হোম
ইয়েমেন
‘আমেরিকা-ইসরাইল ৩০ লাখ মুসলিমকে হত্যা করেছে’: আল-হুথি
যুক্তরাষ্ট্র, ইসরাইল ও তার মিত্ররা গত ২০ বছরে মুসলিম দেশগুলোতে প্রায় ৩০ লাখ নিরপরাধ মানুষকে হত্যা করেছে। এমনটাই জানিয়েছেন ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আবদুল-মালিক বদরুদ্দিন আল-হুথি। গতকাল মঙ্গলবার (০৪ নভেম্বর) ইয়েমেনে শহীদ স্মরণ সপ্তাহ উপলক্ষে আয়োজিত বার্ষিক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। ইয়েমেনে এই শহীদ স্মরণ-অনুষ্ঠান পুরো এক সপ্তাহধরে নানা কর্মসূচির মধ্য দিয়ে চলবে। খবর মেহের নিউজের। আল-হুথি বলেন, ‘যে জাতি আল্লাহর পথে জিহাদের চেতনা ও শাহাদাতের আকাঙ্ক্ষা নিয়ে অগ্রসর হয়, সেই জাতি গর্বিত এবং বিপদ প্রতিহত করতে সক্ষম। আর শাহাদাত ধ্বংস ও অপমান থেকে রক্ষা করার এক শক্তিশালী প্রাচীর।’
2 দিন আগে
ইসরায়েলের প্রধান বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা
ইসরায়েলের প্রধান বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা
2025-05-04
হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নের সীমানার ভেতরে আঘাত হেনেছে। আজ রবিবার (০৪ মে) সকালে এই হামলায় ৪ জন আহত হন বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এই ঘটনায় বিমানবন্দর কিছু সময়ের জন্য বন্ধ থাকলেও পরে ফ্লাইট ওঠানামা আবারো চালু হয়েছে। অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা যায়, বিমানবন্দরের কাছে একটি সড়কে গাড়িচালকেরা গাড়ি থামিয়ে আশ্রয়ের খোঁজে দৌড়ে যাচ্ছেন। মুহূর্তের মধ্যে আকাশে দেখা যায় বিস্ফোরণে সৃষ্ট কালো ধোঁয়ার কুণ্ডলি। এই হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা আমাদের ওপর আঘাত হানে, আমরা তাদের ৭ গুণ শক্তিতে পাল্টা জবাব দেব।