আর্কাইভ
লগইন
হোম
অভিনেতা
শাহরুখদের সঙ্গে কাজ করবেন হলিউডের অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথ
এবার বলিউডের সিনেমায় অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেছেন অস্কারজয়ী মার্কিন অভিনেতা ও র‍্যাপার উইল স্মিথ। সম্প্রতি দুবাইয়ে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি জানান, ভারতের শীর্ষ তারকা অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও সালমান খানের সঙ্গে কাজ করতে আগ্রহী তিনি। ইতোমধ্যে এই বিষয়ে বলিউড তারকাদের সঙ্গে তার প্রাথমিক আলোচনাও হয়েছে। নিজের নতুন প্রজেক্ট ‘পোল টু পোল উইথ উইল স্মিথ’-এর প্রিমিয়ার অনুষ্ঠানে যোগ দেন এই হলিউড তারকা। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলিউডে কাজ করার বিষয়ে নিজের পরিকল্পনার কথা জানান। স্মিথ বলেন, বর্তমানে অনেক ভারতীয় শিল্পী হলিউডে দাপটের সঙ্গে কাজ করলেও পশ্চিমা শিল্পীদের বলিউডে সেভাবে দেখা যায় না। তিনি এই ধারায় পরিবর্তন আনতে চান।
6 ঘন্টা আগে
চলতি ২০২৫ সালে বিয়ে করেছেন যেসব তারকারা
চলতি ২০২৫ সালে বিয়ে করেছেন যেসব তারকারা
2025-12-29
এই ২০২৫ সালে বিনোদন জগতের তারকাদের জীবনে দীর্ঘ সম্পর্ক, পরিণয় কিংবা নতুন জীবনে পথচলায় কেমন ছিলেন। গত এক বছরে কোন কোন তারকা নতুন জীবনে প্রবেশ করেছেন? এমন অনেক তারকা তার ক্যারিয়ার জীবনের পাশাপাশি নতুন জীবনে প্রবেশ করেছেন। সেই সঙ্গে সাফল্য যেমন পেয়েছেন, ঠিক তেমনই ব্যক্তিগতজীবনেও যোগ হয়েছে নতুনমাত্রা। গত এক বছরে এমন কিছু তারকাকে নিয়েই ফিরে দেখা। এককথায় ২০২৫ সাল বিনোদন জগতে বিয়ের বছর বললেও অত্যুক্তি হবে না। কেউ দীর্ঘ এক দশকেরও বেশি সময়ের প্রেমকে পরিণয়ে রূপ দিয়েছেন, আবার কেউ অতীতের তিক্ততা ভুলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছেন। পর্দার প্রিয় তারকাদের বাস্তবের এই নতুন পথচলা নিয়ে ভক্তদের আগ্রহ ও শুভকামনা ছিল বছরজুড়েই। নতুন এই দম্পতিদের হাত ধরে আগামী বছরগুলোতেও প্রেম ও সুখের আবহে কাটুক- এমনটিই প্রত্যাশা বিনোদনপ্রেমী ভক্ত-অনুরাগীদের। আজ তাদের নিয়ে বছর শেষে আলোচনা।
সালমানের জন্মদিনের শুভেচ্ছাতে যা বললেন সাবেক প্রেমিকা ক্যাটরিনা
সালমানের জন্মদিনের শুভেচ্ছাতে যা বললেন সাবেক প্রেমিকা ক্যাটরিনা
2025-12-28
একসময়ে বলিউডে আলোচিত জুটি ছিলেন সালমান খান-ক্যাটরিনা কাইফ। পর্দার রসায়ন ছাপিয়ে একসময় বাস্তবেও প্রেমের রূপ নিয়েছিল এই তারকা জুটির। তাদের সেই প্রেম নিয়ে সামাজিক মাধ্যমে কম চর্চা হয়নি। এমনকি একসময় গুঞ্জন উঠেছিল— এই জুটি বুঝি বিয়ের পিঁড়িতেই বসছেন! তবে সময়ের ব্যবধানে সেই প্রেমের ইতি ঘটে। অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এখন অভিনেতা ভিকি কৌশলের স্ত্রী এবং এক সন্তানের জননী। জীবন বদলে গেলেও সাবেক প্রেমিকের প্রতি সম্মান আর সৌজন্যবোধ যে এখনো অটুট, তা আবারও প্রমাণ করলেন ক্যাটরিনা। ভাইজানখ্যাত অভিনেতা সালমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) ছিল ভাইজানের ৬০ বছরে পদার্পণ। প্যানভেলের ফার্মহাউসে গত শুক্রবার (২৬ ডিসেম্বর) মধ্যরাতে ৬০তম জন্মদিন উদযাপন করেন সালমান খান। আয়োজন ছিল একেবারেই জমকালো ও রাজকীয়। সালমানের পরিবারের সদস্য ছাড়াও সেখানে ছিলেন বলিউডের একাধিক তারকা।
 এবার একসঙ্গে রজনীকান্ত-শাহরুখ, জানালেন মিঠুন চক্রবর্তী
এবার একসঙ্গে রজনীকান্ত-শাহরুখ, জানালেন মিঠুন চক্রবর্তী
2025-12-27
এবার প্রথমবার দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় জীবন্ত কিংবদন্তি অভিনেতা রজনীকান্তের সঙ্গে পর্দা শেয়ার করবেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন আরেক কিংবদন্তি বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। কোন ছবির কথা বললেন অভিনেতা? বর্ষীয়ান অভিনেতা রজনীকান্তের পরবর্তী সিনেমা ‘জেলার ২’। সেই সিনেমার প্রচার অনুষ্ঠানে কথায় কথায় মিঠুন চক্রবর্তী বললেন, ‘জেলার ২’ সিনেমায় দেখা যাবে শাহরুখ খানকে। এমন কোনো ঘরানা আছে কিনা, যা তার সবচেয়ে প্রিয়। তা হতে পারে পারিবারিক ছবি কিংবা অ্যাকশনে ভরপুর অথবা থ্রিলার ঘরানা। উত্তরে তিনি বলেন, ওভাবে তো সিদ্ধান্ত নেওয়া যায় না। আমার পরবর্তী সিনেমা ‘জেলার ২’, সেখানে সবাই আমার বিরুদ্ধে। রজনীকান্ত, মোহনলাল, শাহরুখ, রম্যা কৃষ্ণণ, শিবা রাজকুমার— প্রত্যেকে আমার বিরুদ্ধে। এরপরেই বললেন, শুধু শাহরুখের উপস্থিতিই স্পষ্ট হয়নি। সেই সঙ্গে তিনি যে খলচরিত্রে অভিনয় করছেন তা-ও জানা গেল।