রাশিয়া যে কারণে হোয়াটসঅ্যাপ বন্ধ করতে চাচ্ছে
হোয়াটসঅ্যাপ গুরুতর অভিযোগ তুলেছে রাশিয়া সরকারের ওপর। জনপ্রিয় মেসেজিং অ্যাপটি বলছে, রাশিয়া তাদের সেবা বন্ধ করার চেষ্টা করছে। তবে মেটা প্ল্যাটফর্মসের মালিকানাধীন এই সোশ্যাল মিডিয়া কাজ চালু রাখার বার্তা দিয়েছে।
রাশিয়া বেশ কয়েক বছর ধরে ইন্টারনেট জগতে নিজেদের নিয়ন্ত্রণ বাড়ানোর চেষ্টা করছে। দেশটির সঙ্গে বিদেশি প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোর বিরোধও চলছে প্রকাশ্যে। বিশেষ করে কনটেন্ট ও ডেটা সংরক্ষণ নিয়ে রাশিয়ার কড়া আপত্তি আছে। গত ২০২২ সালে ইউক্রেনে সেনা পাঠানোর পর রাশিয়ার সঙ্গে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের মতো অ্যাপের ওপর বিরোধ বাড়ে।
তবে হোয়াটসঅ্যাপ এটিকে সাধারণ জনগণের স্বাধীনতার হস্তক্ষেপ হিসেবে দেখছে। হোয়াটসঅ্যাপ এক বিবৃতিতে অভিযোগ করছে, ‘ব্যক্তিগত, এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড এবং মানুষের নিরাপদ যোগাযোগের অধিকার লঙ্ঘনের প্রচেষ্টাকে অগ্রাহ্য করে হোয়াটসঅ্যাপ। এই কারণেই রাশিয়া অ্যাপটি ১০ কোটি’রও বেশি রুশ নাগরিকের কাছ থেকে বন্ধ করার চেষ্টা করছে।’
যোগাযোগের অন্যতম অ্যাপটি অবশ্য রাশিয়ায় তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার ব্যাপারে প্রতিজ্ঞ। একইসঙ্গে টেলিগ্রামও সম্প্রতি রাশিয়ার নাগরিকদের পক্ষ থেকে অভিযোগ শুনেছে।