আর্কাইভ
লগইন
হোম
ভারতে ৬ ‘চ্যানেল’ বন্ধ, ব্যাখ্যা না পেলে বাংলাদেশের পাল্টা পদক্ষেপ
ভারতে ৬ ‘চ্যানেল’ বন্ধ, ব্যাখ্যা না পেলে বাংলাদেশের পাল্টা পদক্ষেপ
দ্য নিউজ ডেস্ক
মে ১০, ২০২৫
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
অবৈধ মোবাইল ফোন বন্ধ হচ্ছে, কীভাবে জানবেন বৈধ কিনা
অবৈধ মোবাইল ফোন বন্ধ হচ্ছে, কীভাবে জানবেন বৈধ কিনা
7 ঘন্টা আগে
আগামী ১৬ ডিসেম্বর থেকে দেশে বন্ধ হবে অবৈধ মোবাইল ফোন। এই লক্ষ্যে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) নামের একটি ব্যবস্থা চালু করতে যাচ্ছে সরকার। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, নতুন এই ব্যবস্থায় শুধু অনুমোদিত, মানসম্মত ও বৈধভাবে আমদানি করা মোবাইল ফোন সংযুক্ত হতে পারবে। অবৈধ বা ক্লোন আইএমইআই (মোবাইলফোন শনাক্তকরণ নম্বর) মোবাইল ফোন নেটওয়ার্কে সংযুক্ত হতে পারবে না। গতকাল বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, বাংলাদেশ ব্যাংকের ২০২৪ সালের প্রতিবেদন অনুযায়ী, দেশের ৭৩ শতাংশ ডিজিটাল জালিয়াতি হয় অবৈধ ডিভাইস ও সিম থেকে। এনইআইআর চালুর মাধ্যমে তা কমিয়ে আনা সম্ভব হবে। অবৈধ মোবাইল ফোন হ্যান্ডসেটের কারণে প্রতিবছর সরকারের ৫০০ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়।
‘দলীয় লেজুড়বৃত্তি করে সাংবাদিকতাকে কলুষিত করবেন না’: আইয়ুব ভূঁইয়া
‘দলীয় লেজুড়বৃত্তি করে সাংবাদিকতাকে কলুষিত করবেন না’: আইয়ুব ভূঁইয়া
2 দিন আগে
কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করার মাধ্যমে সাংবাদিকতাকে কলুষিত না করার আহ্বান জানিয়েছেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। গতকাল সোমবার (২৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশে গণমাধ্যম ও বিনোদন খাতে নারীর নেতৃত্ব’ শীর্ষক বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা সাংবাদিকতা করি, তবে আমাদের ব্যাক্তিগত ও রাজনৈতিক বিশ্বাস রয়েছে। কিন্তু আপনি যখন কলম হাতে নেবেন, তখন শুধু দেশ ও জাতিকেই প্রাধান্য দেবেন। কোনো দল বা ব্যাক্তিকে নয়। ব্যক্তি বা দলপূজা আমাদের শেষ করে দেবে।
সবচেয়ে শক্তিশালী কনটেন্ট পাবলিশার অ্যাওয়ার্ড পেল যুগান্তর
সবচেয়ে শক্তিশালী কনটেন্ট পাবলিশার অ্যাওয়ার্ড পেল যুগান্তর
4 দিন আগে
এবার ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছে দৈনিক যুগান্তরের মাল্টিমিডিয়া টিম। গতকাল শনিবার (২৫ অক্টোবর) রাতে রাজধানীর গুলশানে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে সংবাদমাধ্যমটির হাতে দুইটি ভিন্ন ক্যাটাগরির অ্যাওয়ার্ড তুলে দেন ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ) কর্তৃপক্ষ। দৈনিক যুগান্তর মাল্টিমিডিয়া টিমকে সবচেয়ে শক্তিশালী কনটেন্ট পাবলিশার হিসেবে অ্যাওয়ার্ড দেয় ডিএমএফ। এছাড়া সেরা কনটেন্ট ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পান মাল্টিমিডিয়া রিপোর্টার ওয়ালিউল হাসনাত। অ্যাওয়ার্ড নিয়ে দৈনিক যুগান্তর মাল্টিমিডিয়ার ইনচার্জ অমিত হাসান রবিন জানান, কোনো অ্যাওয়ার্ডের লক্ষ্য নিয়ে কাজ করেনি যুগান্তর। বরং কনটেন্টের ধারাবাহিক মান বজায় রেখে দর্শকদের আস্থা অর্জন করতে পেরেছে মাল্টিমিডিয়া টিম।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাচন স্থগিত
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাচন স্থগিত
5 দিন আগে
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাচন স্থগিত করা হয়েছে। অবিলম্বে এই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। গতকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঢাকা সাংবাদিক ইউনিয়ন নির্বাচন কমিটির চেয়ারম্যান হাসান হাফিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৫ নভেম্বর অনুষ্ঠিতব্য ডিইউজে নির্বাচন অনিবার্য কারণে স্থগিত করা হলো। নির্বাচনের নতুন তারিখ অবিলম্বে ঘোষণা করা হবে। এই ব্যাপারে নির্বাচনে অংশগ্রহণকারী পক্ষসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।