আর্কাইভ
লগইন
হোম
বর্ষায় ঘুরে আসুন দেশের হাওড়গুলো থেকে
বর্ষায় ঘুরে আসুন দেশের হাওড়গুলো থেকে
দ্য নিউজ ডেস্ক
July 05, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
উদ্বোধন: টোয়াব ও মিশন গ্রিনের উদ্যোগে ‘গো গ্রিন, গো বিয়ন্ড’ ক্যাম্পেইন
উদ্বোধন: টোয়াব ও মিশন গ্রিনের উদ্যোগে ‘গো গ্রিন, গো বিয়ন্ড’ ক্যাম্পেইন
3 দিন আগে
ভ্রমণকে আরও দায়িত্বশীল ও পরিবেশবান্ধব করার লক্ষ্যে বাংলাদেশের পর্যটন শিল্পের সবচেয়ে বড় সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) এবং মিশন গ্রিন বাংলাদেশ (এমজিবি) যৌথভাবে ‘গো গ্রিন, গো বিয়ন্ড’ শীর্ষক একটি ক্যাম্পেইন উদ্বোধন করেছে। গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গণে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন (টোয়াস)-এর সহযোগিতায় এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়, যা বাংলাদেশের প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের দৃঢ় অঙ্গীকারের প্রতীক। উদ্বোধনী অনুষ্ঠানে টোয়াবের পরিচালক ও টোয়াস-এর যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম কচি, টোয়াব ও টোয়াসের সাধারণ সদস্যরাও উপস্থিত ছিলেন। উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশের প্রতিটি বিভাগে জনপ্রিয় পর্যটন কেন্দ্রে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করা হবে, যা ভ্রমণকারী ও স্থানীয় জনগণকে সবুজ পর্যটনের চর্চায় উদ্বুদ্ধ করবে।
পুরোনো রূপে ফিরছে ভোলাগঞ্জের সাদা পাথর, ফিরছেন পর্যটকরা
পুরোনো রূপে ফিরছে ভোলাগঞ্জের সাদা পাথর, ফিরছেন পর্যটকরা
5 দিন আগে
ভারত থেকে আসা জলধারা সীমান্তে পেরিয়ে এসেছে বাংলাদেশে। দুইপাশে প্রকৃতির সবুজ সমারোহ যেন আকাশ ছুঁয়েছে। উঁচু পাহাড় থেকে নেমে আসা ঝরণার জল ও স্বচ্ছ পানির স্রোতে প্রচুর বোল্ডার পাথর ভেসে আসে, সেই ঝরণার স্রোতধারা নেমেছে সাদাপাথর এলাকা ভোলাগঞ্জ নোম্যান্সল্যান্ড বা জিরোপয়েন্ট। এই পুরো এলাকাজুড়ে একটি মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ তৈরি করেছে। পাথর মাড়িয়ে নেমে আসা স্বচ্ছ জলে সময় কাটাচ্ছেন পর্যটকরা। নোম্যান্সল্যান্ড তথা জিরোপয়েন্ট থেকে জলধারা বিভক্ত হয়ে গেছে দুই দিকে। এর একপাশে হয়েছে নজিরবিহীন লুটপাট। এলাকাটি এখনো মরুপ্রান্তর। সেই লুটকৃত স্থানে স্থাপনের জন্য পাথর ফেলা হচ্ছে। জলধারার আরেকটি প্রান্তে পাথর রয়েছে। তবে সেখান থেকেও বেশকিছু পাথর চুরি হয়েছে দাবি করছেন পর্যটকরা। অবশ্য যে স্থানে পাথররাজি রয়েছে, সেখানে আরো কিছু পাথর ফেলেছে প্রশাসন। সেই স্থানটিতে আসতে শুরু করেছেন পর্যটকরা। পূর্বে যে পরিমাণ পর্যটক আসতেন, সে তুলনায় অনেক কম বলছেন স্থানীয় ব্যবসায়ীরা।
দার্জিলিং ভ্রমণে ৭ আকর্ষনীয় স্থানে যেতে ভুলবেন না
দার্জিলিং ভ্রমণে ৭ আকর্ষনীয় স্থানে যেতে ভুলবেন না
6 দিন আগে
দার্জিলিং, কুয়াশার চাদরে মোড়া সকাল, পাহাড় ছুঁয়ে আসা হিমেল বাতাস, চায়ের সুবাসে ভরা বিকেল আর পাহাড়ি শহরের নাম। হাতের নাগালের মধ্যে শীতল বাতাস আর দুর্দান্ত প্রকৃতি পেতে অনেকেই গ্রীষ্মকালীন ছুটিতে ছুটে যান মেঘ-পাহাড় আর হিমশীতল দার্জিলিংয়ে। পাহাড়ি এই জনপদে ঘুরে আসার পরও অনেকেই শহরটির গভীরতা ছুঁয়ে দেখার সুযোগ পান না। এমন কিছু অভিজ্ঞতা থেকে বঞ্চিত হন, যা ভ্রমণকে আরও অর্থবহ করে তুলতে পারত। যারা এর আগে গিয়েছেন কিংবা যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য রইল দার্জিলিংয়ের এমন ৭টি ‘মাস্ট ডু’ অভিজ্ঞতার তালিকা; যা মিস করলেই আপনার ট্রিপ হবে অসম্পূর্ণ।
বাংলাদেশের নাজমুন নাহার ১৮০তম দেশ তিমুর-লেস্তে ভ্রমণে
বাংলাদেশের নাজমুন নাহার ১৮০তম দেশ তিমুর-লেস্তে ভ্রমণে
2025-08-23
পৃথিবীর নানা প্রান্ত ঘুরে বেড়ানো যেন তার নেশা। সেই নেশাই তাকে নিয়ে গেছে ১৮০টি দেশে। তিনি বাংলাদেশের পরিব্রাজক নাজমুন নাহার। সম্প্রতি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ তিমুর-লেস্তে সফরের মধ্য দিয়ে তিনি স্পর্শ করেছেন ১৮০তম দেশ ভ্রমণের নতুন মাইলফলক। ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি নিজে। ফেসবুকে তিনি লিখেন, তিমুর-লেস্তের রাজধানী দিলির সর্বোচ্চ চূড়ায় দাঁড়িয়ে আছি আমি—লাল-সবুজ পতাকা বুকে জড়িয়ে। আমার ডানদিকে অস্ট্রেলিয়া মহাদেশ, বামদিকে ইন্দোনেশিয়া, আর সামনে অসীম নীল সাগর। বিকেলের নরম আলো তখন ঢলে পড়ছে পাহাড়ের গায়ে, সূর্য যেন নিভু-নিভু প্রদীপের মতো বিদায় নিচ্ছে। আমি এই অচেনা দেশে প্রথম পদার্পণ স্মরণীয় করে তুলতে খুঁজে নিলাম পর্বতের শীর্ষ—যেখানে দাঁড়িয়ে আছে ক্রিস্টো রেই, শতাধিক সিঁড়ি বেয়ে কঠিন হ্যাইকিং করে তার পর্বত চূড়ায় পৌঁছেছি।