আর্কাইভ
লগইন
হোম
লালমনিরহাটে লাখো মানুষ পানিবন্দি, তিস্তাপাড়ে বন্যা
লালমনিরহাটে লাখো মানুষ পানিবন্দি, তিস্তাপাড়ে বন্যা
দ্য নিউজ ডেস্ক
October 06, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
বিছনাকান্দি সীমান্ত থেকে বিজিবির হাতে আটক ভারতীয় গরু-মহিষের বড় চালান
বিছনাকান্দি সীমান্ত থেকে বিজিবির হাতে আটক ভারতীয় গরু-মহিষের বড় চালান
12 ঘন্টা আগে
সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত থেকে এ যাবৎকালের সবচেয়ে বড় ভারতীয় অবৈধ গরু ও মহিষের চালান আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। বিজিবি সূত্রে জানা গেছে, আজ বুধবার (০৮ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের ইটাচুকি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৩৭টি ভারতীয় অবৈধ গরু জব্দ করা হয়। অপরদিকে, সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী দিনেরটুক এলাকায় লাফার্জ বিওপি টহলদল পৃথক অভিযানে ৩২টি এবং অপর একটি এলাকায় আরও ১০টি মহিষসহ মোট ৪২টি ভারতীয় মহিষ আটক করে।
নরসিংদী পুলিশ কর্মকর্তা শামিমের ওপর চাঁদাবাজদের হামলা, গ্রেফতার ৭
নরসিংদী পুলিশ কর্মকর্তা শামিমের ওপর চাঁদাবাজদের হামলা, গ্রেফতার ৭
3 দিন আগে
সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করায় নরসিংদী অতিরিক্ত সহকারী পুলিশ সুপার শামিম আনোয়ারের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। পাঁচজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ২৫/৩০ জনকে আসামি করে শহর পুলিশ ফাঁড়ির এটিএসআই সোহেল পারভেজ বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন। পরে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করেছে। বিষয়টি নিশ্চিত করে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, হামলার ঘটনায় শহর পুলিশ ফাঁড়ির এটিএসআই সোহেল পারভেজ বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। পরে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করেছে।
খাগড়াছড়িতে ‘অবরোধ’ কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার
খাগড়াছড়িতে ‘অবরোধ’ কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার
4 দিন আগে
উত্তাল খাগড়াছড়িতে ০৫ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষিত ‘অবরোধ’ কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার (০৪ অক্টোবর) সকালে জুম্ম ছাত্র-জনতার মিডিয়া সেল থেকে এক প্রেস বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ‘শহীদদের ধর্মীয় রীতি অনুযায়ী পুণ্যকর্ম সম্পাদন, আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি মানবিক সহায়তা দেওয়া এবং প্রশাসনের আশ্বাসকে আংশিক বিবেচনায় রেখে এ সিদ্ধান্ত হয়েছে।’ বিবৃতিতে আরও বলা হয়, খাগড়াছড়ি ও গুইমারায় সংঘটিত সাম্প্রতিক নৃশংস গণহত্যার প্রেক্ষিতে গত ০১ অক্টোবর জেলা পরিষদ চেয়ারম্যান, খাগড়াছড়ি জেলা প্রশাসক, পুলিশ সুপার, এনএসআই জেলা প্রধান, ডিজিএফআই জেলা প্রধান ও এএসপি (তদন্ত) প্রতিনিধিদের উপস্থিতিতে ‘জুম্ম ছাত্র-জনতা’-এর পক্ষ থেকে দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে আমরা স্পষ্টভাবে আমাদের ৮ দফা দাবি, ১৪৪ ধারা প্রত্যাহার এবং সংঘটিত হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। আলোচনায় প্রশাসনের পক্ষ থেকে দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয় এবং শহীদ পরিবারের প্রতি নগদ ৫০ হাজার টাকা দেওয়ার বিষয়টি জানানো হয়। 
অবরোধ প্রত্যাহার হলে ১৪৪ ধারা তুলে নেওয়া হবে: ডিসি খাগড়াছড়ি
অবরোধ প্রত্যাহার হলে ১৪৪ ধারা তুলে নেওয়া হবে: ডিসি খাগড়াছড়ি
2025-09-30
সাম্প্রতিক ঘটনা নিয়ে খাগড়াছড়ির জেলা প্রশাসক (ডিসি) এবিএম ইফতেখারুল ইসলাম জানিয়েছেন, অবরোধ প্রত্যাহারের সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হলে খুব দ্রুতই ১৪৪ ধারাও তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। একই সঙ্গে ঘটনা তদন্তে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও তিনি জানান। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জেলার গুইমারায় সংঘটিত সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে জেলা প্রশাসক এসব কথা বলেন। পরিদর্শনকালে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান সেফালিকা ত্রিপুরা, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।