টানা ৩ দিন ছুটি শেষে খুলেছে সচিবালয়
টানা ৩ দিনের ছুটি শেষে আজ সোমবার (০৭ জুলাই) খুলেছে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়। গতকাল রোববার (০৬ জুলাই) আশুরা উপলক্ষ্যে ছিল সরকারি ছুটি, এর আগের দুই দিন শুক্রবার ও শনিবার ছিল নিয়মিত সাপ্তাহিক ছুটি।
ফলে সরকার ও প্রশাসনের সর্বোচ্চ স্তরের কেন্দ্রবিন্দু সচিবালয়ে কাজকর্ম বন্ধ ছিল টানা ৩ দিন। তবে ছুটি শেষেও কেউ কেউ অতিরিক্ত ছুটিতে এখনও গ্রামেই রয়েছেন৷
আজ সোমবার (০৭ জুলাই) সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে ঘুরে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন চিত্র দেখা গেছে৷
সরেজমিনে বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয় ঘুরে দেখা যায়, সকাল থেকেই যথারীতি সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে যোগ দিচ্ছেন৷ তবে এই ছুটির সঙ্গে কেউ কেউ অতিরিক্ত দুই-একদিন ছুটি নিয়ে এখনো গ্রামেই রয়ে গেছেন৷