আর্কাইভ
লগইন
হোম
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাচন স্থগিত
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাচন স্থগিত
দ্য নিউজ ডেস্ক
অক্টোবর ২৫, ২০২৫
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
2 ঘন্টা আগে
দেশে চরম নিরাপত্তাহীনতা ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় লুণ্ঠিত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার না হ‌ওয়া পর্যন্ত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এই রিট দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান। রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং র‍্যাব মহাপরিচালককে বিবাদী করা হয়েছে। রিট আবেদনে বলা হয়েছে, বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন থানা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যালয় থেকে ৫ হাজার ৭৫০টি আগ্নেয়াস্ত্র এবং ৬ লাখ ৫১ হাজার ৬০৯ রাউন্ড গোলাবারুদ লুট হয়ে যায়। অত্যন্ত উদ্বেগের বিষয় হলো, সরকার এসব অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করা সত্ত্বেও এর একটি উল্লেখযোগ্য অংশ এখনও উদ্ধার সম্ভব হয়নি। এতে আরও বলা হয়েছে, এই বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র সন্ত্রাসীদের হাতে থাকায় আসন্ন সংসদ নির্বাচনে ভোটার ও প্রার্থীদের জীবন চরম হুমকির মুখে পড়েছে। এরই মধ্যে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ উসমান হাদির সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার ঘটনা প্রমাণ করে যে, অবৈধ অস্ত্র উদ্ধার না হলে এই নির্বাচন রক্তক্ষয়ী হবে। এছাড়া নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার আবুল ফজল মো. সানাউল্লাহ বক্তব্য দিয়েছেন, নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার করা অত্যন্ত জরুরি।
ঢাকাস্থ মাদারীপুর সাংবাদিক ফোরামের সভাপতি সেলিম, সাধারণ সম্পাদক সালাম
ঢাকাস্থ মাদারীপুর সাংবাদিক ফোরামের সভাপতি সেলিম, সাধারণ সম্পাদক সালাম
2 দিন আগে
গত ১০ জানুয়ারি ২০২৬ শনিবার সকাল ১০টায় ঢাকাস্থ মাদারীপুর সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক সাধারণ সভা পুরানা পল্টনের ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনে অনুষ্ঠিত হয়। সভায় এবিএম সেলিম আহম্মেদ সভাপতি ও শিকদার আবদুস সালামকে সাধারণ সম্পাদক করে ২০২৬-২০২৭ সেশনের জন্য কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মোশাররফ হোসেন বাবলু, সরোয়ার কবির, মাসুদ ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর, মোহাম্মদ জিহাদুল ইসলাম, কোষাধ্যক্ষ শমীম আহসান, সাংগঠনিক সম্পাদক ইস্রাফিল হাওলাদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশেদুল হাসান, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক রুমানা জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবুল খায়ের খান, দপ্তর সম্পাদক মো. সিরাজুল ইসলাম, জনকল্যাণ সম্পাদক মন্জুরুল করিম। সদস্য আশুতোষ সরকার, এম এ মান্নান মিয়া, মোক্তার হোসেন, জাহিদ হাসান, মো. রফিকুল ইসলাম, মু আবিদ আজম, মাহবুবুর রহমান, নাজমা পাপড়ি, লিংকন মাহমুদ।
‘জুলাই বার্তাবীর সম্মাননা’ পেলেন দৈনিক যুগান্তরের সাংবাদিক ফখরুল
‘জুলাই বার্তাবীর সম্মাননা’ পেলেন দৈনিক যুগান্তরের সাংবাদিক ফখরুল
4 দিন আগে
গতবছর চব্বিশের জুলাইয়ে রাজপথ যখন উত্তাল, তখন সেই প্রতিরোধের বাস্তব ইতিহাস উঠে আসে কলম ও ক্যামেরার ফ্রেমে। আন্দোলনের সেই দিনগুলোতে সাহসিকতা ও পেশাদার দায়িত্ববোধের স্বাক্ষর রাখায় ‘জুলাই বার্তাবীর সম্মাননা’ পেয়েছেন দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার (লিড মোজো) এবং মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (এমআরএ) সভাপতি ফখরুল ইসলাম। চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় মাঠে থেকে মোবাইল, ক্যামেরা ও লেখনীর মাধ্যমে আন্দোলনের প্রকৃত চিত্র তুলে ধরে পাঠকের সামনে উপস্থাপন করেন তিনি ও অন্যান্য সাংবাদিকরা। রাজপথের ঘটনাপ্রবাহকে তাৎক্ষণিক ও নির্ভীকভাবে তুলে ধরার এই ভূমিকার স্বীকৃতিতেই দেওয়া হয় এ সম্মাননা।
ঢাকা পোস্টের আদনান রহমান ক্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪ পেলেন
ঢাকা পোস্টের আদনান রহমান ক্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪ পেলেন
2026-01-03
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাব-এর ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪’ পেয়েছেন ঢাকা পোস্টের প্রধান প্রতিবেদক মো. আদনান রহমান। প্রিন্ট ও অনলাইন ক্যাটাগরিতে দৈনিক প্রথম আলোর মাহমুদুল হাসান নয়নের সঙ্গে যৌথভাবে তিনি এই পুরস্কার পেয়েছেন। আজ শনিবার (০৩ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ইতালিতে মানবপাচার : লোকদেখানো ‘সফলতার গল্প’ যেন মৃত্যুফাঁদ শীর্ষক প্রতিবেদনের জন্য এই পুরস্কার পেয়েছেন আদনান রহমান। আদনান রহমান ২০২৩ সালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড এবং ২০২১, ২০২২ ও ২০২৩ সালে টানা তিনবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বর্ষসেরা ক্রাইম রিপোর্টারের পুরস্কার পান। এছাড়া তিনি ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড-২০২২, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১, বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১, মীনা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড রিপোর্টিং সম্মাননা-২০২১ এবং বাংলাদেশ ট্যুরিজম নেটওয়ার্ক-২০২২ এর পর্যটন বিষয়ক সেরা প্রতিবেদকের পুরস্কার অর্জন করেন।