আর্কাইভ
লগইন
হোম
রাজনীতি
ইসরায়েলিদের টাকায় চলা দলে আমি থাকতে পারি না: রেজা কিবরিয়া
অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া গণঅধিকার পরিষদ থেকে চলে যাওয়ার প্রসঙ্গে বলেছেন, যে দল ইসরায়েলের টাকায় চলে সেই দলে আমি থাকতে পারি না। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। বিভিন্ন সময়ে একাধিক দল বদলের প্রসঙ্গে রেজা কিবরিয়া বলেন, ‘প্রথমে আমি ছিলাম গণফোরামে, এটা ঠিক। কিন্তু ওখানে বিভিন্ন কারণে দলের মধ্যে কোন্দল হচ্ছিল। এমপি সংসদে যাবে কি না এটা নিয়ে দল বিভক্ত হয়ে গেল। এক গ্রুপ তাকে সংসদ বর্জন করতে বলেছিল, আরেক দল বলেছিল হি শুড জয়েন।’
4 ঘন্টা আগে
আমার বিশ্বাস ছিল-এই ষড়যন্ত্র টিকবে না: মান্না
আমার বিশ্বাস ছিল-এই ষড়যন্ত্র টিকবে না: মান্না
3 দিন আগে
নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্য মনোনীত প্রার্থী মাহমুদুর রহমান মান্না। হলফনামায় অসঙ্গতি থাকায় গত ০২ জানুয়ারি তার প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। রায়ের পর রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন তিনি। আজ রোববার (১১ জানুয়ারি) বিকাল ৩টায় প্রার্থিতা ফিরে পেয়ে গণমাধ্যমে মান্না বলেন, মনোনয়ন বাতিলের পেছনে যে ষড়যন্ত্র হয়েছিল, তা শেষ পর্যন্ত টেকেনি। আমি প্রথমেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার বিশ্বাস ছিল—এই ষড়যন্ত্র টিকবে না। তিনি বলেন, আমি আগেও বগুড়া থেকে নির্বাচন করেছি। এবারও করছি। অথচ আমাকে বিরোধিতা করতে যে কূটকৌশল করা হয়েছে, তা খুবই অশুভ ইঙ্গিত বহন করে। পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসন বিষয়টি নির্বাচন কমিশনের কাছে পাঠায়। না হলে মনোনয়ন বাতিলের কোনো কারণ ছিল না।