জয়পুরহাটের কালাইয়ে ৬৬৬ বস্তা সরকারি চাল জব্দ, তিনজনকে জরিমানা
জয়পুরহাট জেলার কালাই উপজেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি ও ভিডব্লিউবি প্রকল্পের ৬৬৬ বস্তা সরকারি চাল জব্দ করেছে প্রশাসন। এসব চাল গোপনে বিক্রির চেষ্টা চলছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করে। তাদের মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিমা আক্তার জাহানের নেতৃত্বে উপজেলার মাত্রাই ইউনিয়নের একটি গুদাম ও ভ্যানে অভিযান চালানো হয়।
অভিযানে আটক হন- ডিলার আশরাফ আলী, সোহরাব হোসেন ও আলী আহমেদ। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সরকারি চাল মজুত ও বিক্রির কথা স্বীকার করেন।
ভ্রাম্যমাণ আদালত আশরাফ আলীকে ১৫ হাজার, সোহরাব হোসেনকে ১০ হাজার ও আলী আহমেদকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।