আর্কাইভ
লগইন
হোম
প্রবাস
ফ্রান্সে বাংলাদেশি শিক্ষার্থীদের সম্মাননা দিলো বিসিএফ
ফ্রান্সে পড়তে আসা এবং বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীদের সম্মাননা দিয়েছে বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ)। সপ্তমবারের মতো আয়োজিত এই অনুষ্ঠানে মোট ৩০ জন শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। গত রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় প্যারিস-১৩ এলাকার একটি হলে অনুষ্ঠিত হয় এই সম্মাননা দান অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও ফ্রান্সে নিযুক্ত রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা। সভাপতিত্ব করেন বিসিএফ সভাপতি এম. ডি. নূর। অনুষ্ঠান পরিচালনা করেন জহিরুল রানা, ফাতেমা তুজ জোহরা, ফারসিনা হোসাইন ও তানিয়া রহমান। সম্মাননা পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছিলেন- ফরাসি উচ্চমাধ্যমিক (বাক) পাশ করা ১০ জন, স্নাতক পর্যায়ের ৩ জন, মাস্টার্স সম্পন্ন করা ১৬ জন এবং একজন চিকিৎসক। একই অনুষ্ঠানে ইউনেস্কোর ৪৩তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় রাষ্ট্রদূত খন্দকার এম. তালহাকেও বিশেষ সম্মাননা স্মারক প্রদান করে বিসিএফ।
3 দিন আগে
মালয়েশিয়ার জোহর রাজ্যে ৪৫ বাংলাদেশিসহ ১২৩ অভিবাসী শ্রমিক আটক
মালয়েশিয়ার জোহর রাজ্যে ৪৫ বাংলাদেশিসহ ১২৩ অভিবাসী শ্রমিক আটক
2025-11-17
মালয়েশিয়ার অভিবাসন বিভাগ সেদেশের জোহর রাজ্যে ৪৫ বাংলাদেশিসহ ১২৩ অভিবাসী শ্রমিককে আটক করেছে । অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে, রাজ্যে অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগের ঘটনায় জোহরের একটি প্লাস্টিক কারখানায় গত শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ‘অপস মহির’ নামে অভিযান চালিয়ে ১২৩ জন অভিবাসী শ্রমিককে আটক করা হয়।  গতকাল রোববার (১৬ নভেম্বর) জোহর রাজ্যের ইমিগ্রেশন পরিচালক দাতুক মোহদ রুসদি মোহদ দারুস জানান, দীর্ঘ কয়েক সপ্তাহের নজরদারি ও জনসাধারণের অভিযোগের ভিত্তিতে বিশেষ দলটি অভিযান চালায়। অভিযানে জোহর ইমিগ্রেশন বিভাগের পাশাপাশি একেপিএস এর সদস্যরাও অংশ নেন।
লিবিয়া উপকূলে অভিবাসীসহ নৌকাডুবি, ৪ বাংলাদেশির মৃত্যু
লিবিয়া উপকূলে অভিবাসীসহ নৌকাডুবি, ৪ বাংলাদেশির মৃত্যু
2025-11-16
লিবিয়া উপকূলে অভিবাসী বহনকারী ২টি নৌকা ডুবে অন্তঃত ৪ বাংলাদেশির মৃত্যু হয়েছে।  স্থানীয় সময় শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় লিবিয়ান রেড ক্রিসেন্ট সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে। আজ রোববার (১৬ নভেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ডুবে যাওয়া প্রথম নৌকাটিতে ছিলেন বাংলাদেশি ২৬ অভিবাসী। তাদের মধ্যে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। লিবিয়ান রেড ক্রিসেন্ট জানিয়েছে, দ্বিতীয় নৌকাটিতে ৬৯ অভিবাসী ছিলেন। তাদের মধ্যে ২ জন মিশরীয় ও কয়েকজন সুদানী নাগরিক ছিলেন। ঐ নৌকায় আট শিশুও ছিল। তবে তাদের ভাগ্যে কী ঘটেছে নির্দিষ্ট করে বলা হয়নি। প্রতিবেদনে বলা হয়, লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে প্রায় ১১৮ কিলোমিটার পূর্বে আল-খুমস উপকূলের কাছে এই ‍২টি নৌকাডুবির ঘটনা ঘটে।