মালয়েশিয়ায় অসামাজিক কার্যকলাপ, বাংলাদেশিসহ গ্রেফতার ১৩৯
মালয়েশিয়ার কুয়ালালামপুরে ১৩টি সন্দেহজনক ব্যবসা প্রতিষ্ঠান ও পতিতালয়ে ইমিগ্রেশনের অভিযানে ১৩৯ অভিবাসীকে আটক করা হয়েছে।
ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট ডিভিশনের পরিচালক বাসরি ওথমান জানান, গত রোববার বেলা সাড়ে ১১টার দিকে শুরু হওয়া এই অভিযান চলে রাজধানীর বিদেশি উপস্থিতি বেশি এমন এলাকা- জালান পেতালিং, জালান ইমবি ও জালান পুডুতে। অভিযানে মোট ২০৫ জনকে যাচাই–বাছাই করা হয় এবং এর মধ্যে ১৩৯ জনকে আটক করা হয়, যাদের মধ্যে ১১২ জন নারী।