আর্কাইভ
লগইন
হোম
গণমাধ্যম
ময়মনসিংহের ১১ পত্রিকার ডিক্লারেশন বাতিল করেছে জেলা প্রশাসন
ময়মনসিংহ জেলা থেকে প্রকাশিত ১১টি পত্রিকার ডিক্লারেশন বাতিল করেছে জেলা প্রশাসন। গতকাল সোমবার (১৩ অক্টোবর) বিকালে ডিক্লারেশন বাতিলের চিঠি সংশ্লিষ্ট পত্রিকা কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা। পত্রিকাগুলোর মাঝে সবটিরই দ্বিতীয় ও তৃতীয় পাতায় হুবহু মিল থাকায় ছাপাখানা ও প্রকাশনা আইনে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। ডিক্লারেশন বাতিল হওয়া পত্রিকাগুলো হলো- মো. শামসুল আলম খান সম্পাদিত দৈনিক আজকের ময়মনসিংহ, এফএমএ ছালাম সম্পাদিত দৈনিক দেশের খবর, এনবিএম ইব্রাহীম খলিল রহিম সম্পাদিত দৈনিক বিশ্বের মুখপত্র, মরহুম আব্দুর রাজ্জাক তালুকদার সম্পাদিত দৈনিক ঈষিকা, নাসির উদ্দিন আহমেদ সম্পাদিত দৈনিক অদম্য বাংলা, আ ন ম ফারুক সম্পাদিত দৈনিক আলোকিত ময়মনসিংহ ও দৈনিক দিগন্ত বাংলা, শেখ মেহেদী হাসান নাদিম প্রকাশিত দৈনিক জাহান, ওমর ফারুক সম্পাদিত দৈনিক কিষানের দেশ, ফরিদা ইয়াসমীন রত্না সম্পাদিত হৃদয়ে বাংলাদেশ, বিকাশ রায় সম্পাদিত সাপ্তাহিক পরিধি।
1 ঘন্টা আগে
লাইভের পর সংবাদকর্মীর মৃত্যু, সহকর্মীকে হারিয়ে অশ্রুসিক্ত সাংবাদিকরা
লাইভের পর সংবাদকর্মীর মৃত্যু, সহকর্মীকে হারিয়ে অশ্রুসিক্ত সাংবাদিকরা
2025-09-09
তরিকুল ইসলাম শিবলী ছিলেন সরব, চঞ্চল, নিবেদিত একজন সংবাদকর্মী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কভার করতে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে মারা যান শিবলী। ডিউটিরত থাকা অবস্থায় সাংবাদিক শিবলীর মৃত্যু কোনোমতেই মেনে নিতে পারছেন না, সহকর্মী ও তার আত্মীয়-স্বজনরা। সহকর্মীরা বলছেন, মৃত্যুর কিছু আগে শিবলী কার্জন হলের সামনে ডাকসুর নির্বাচনের লাইভ করেছে অথচ এর কিছুক্ষণ পরেই লাশ হলো। আজ মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) চ্যানেল এস’র স্টাফ রিপোর্টার তরিকুল ইসলাম শিবলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল থেকে ডাকসু নির্বাচন নিয়ে সরাসরি লাইভ করছিলেন। পাঠকদের কাছে তুলে ধরছিলেন ভোটের আপডেট, নিচ্ছিলেন ভোটারদের অভিমত। কিন্তু কে জানত, সেই লাইভে হবে তার জীবনের শেষ সংবাদ পরিবেশন। লাইভ শেষে, আশেপাশের উপস্থিত ভোটারদের বক্তব্য নিতে নিতে হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে থাকা সহকর্মীরা দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সরকার গণমাধ্যমে ৯ম ওয়েজবোর্ড বাস্তবায়নের কথা ভাবছে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
সরকার গণমাধ্যমে ৯ম ওয়েজবোর্ড বাস্তবায়নের কথা ভাবছে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
2025-09-09
গণমাধ্যমের জন্য ৯ম ওয়েজবোর্ড বাস্তবায়নের কথা সরকার। এমনটি জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। গতকাল সোমবার (০৮ সেপ্টেম্বরা) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের জন্য ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসির সঙ্গে গ্রুপ বিমা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ৯ম ওয়েজবোর্ড বাস্তবায়ন এটা এতোটাই জটিল একটা প্রক্রিয়া, সময় যদি পাই, করে দিয়ে যেতে পারব। আর যদি নাও করে দিতে দিয়ে যেতে পারি, একটা পর্যায়ে রেখে দিয়ে যাব, পরে যারা আসবে, তাদের কাছ থেকে আপনারা বুঝে নেবেন। তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জুলাই আন্দোলনের অনেক তথ্য, অনেক গল্প এখনও আমরা জানি না। ঢাকায় ও ঢাকার বাইরে স্থানীয়ভাবে গণঅভ্যুত্থানের অনেক শহীদ, অনেক আহত রয়েছেন, তাদের লড়াইয়ের গল্প আপনারা তুলে আনবেন।