ঢাকা পোস্টের আদনান রহমান ক্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪ পেলেন
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাব-এর ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪’ পেয়েছেন ঢাকা পোস্টের প্রধান প্রতিবেদক মো. আদনান রহমান।
প্রিন্ট ও অনলাইন ক্যাটাগরিতে দৈনিক প্রথম আলোর মাহমুদুল হাসান নয়নের সঙ্গে যৌথভাবে তিনি এই পুরস্কার পেয়েছেন।
আজ শনিবার (০৩ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
ইতালিতে মানবপাচার : লোকদেখানো ‘সফলতার গল্প’ যেন মৃত্যুফাঁদ শীর্ষক প্রতিবেদনের জন্য এই পুরস্কার পেয়েছেন আদনান রহমান।
আদনান রহমান ২০২৩ সালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড এবং ২০২১, ২০২২ ও ২০২৩ সালে টানা তিনবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বর্ষসেরা ক্রাইম রিপোর্টারের পুরস্কার পান।
এছাড়া তিনি ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড-২০২২, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১, বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১, মীনা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড রিপোর্টিং সম্মাননা-২০২১ এবং বাংলাদেশ ট্যুরিজম নেটওয়ার্ক-২০২২ এর পর্যটন বিষয়ক সেরা প্রতিবেদকের পুরস্কার অর্জন করেন।