বগুড়ার দুপচাঁচিয়া প্রবাসীর স্ত্রী ও বাবাকে হাত-পা বেঁধে হত্যা
বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলায় বাড়িতে ঢুকে সৌদি প্রবাসীর বাবা ও স্ত্রীকে হাত-পা, মুখ বেঁধে এবং শ্বাসরোধ হত্যা করা হয়েছে। হত্যার আগে দুর্বৃত্তরা তারা গৃহবধূকে ‘সংঘবদ্ধ ধর্ষণ’ করেছে। তবে গৃহবধূর ৭ বছরের শিশুকন্যাকে স্পর্শ করেনি দুর্বৃত্তরা। এমনকি ঘরের জিনিসপত্র তছনছ করলেও নেয়নি কিছুই।
গত বুধবার গভীর রাতে উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষ্মীমন্ডপ পূর্বপাড়া গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে। জোড়া খুনের এ ঘটনায় পুরো গ্রামে শোক ও আতঙ্ক দেখা দিয়েছে।
দুপচাঁচিয়া থানার সেকেন্ড অফিসার আলহাজ উদ্দিন জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে হত্যার আগে গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে। এরপরও ডাক্তারি রিপোর্ট পেলে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।
নিহতরা হলেন- বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষ্মীমন্ডপ পূর্বপাড়া গ্রামের মৃত পানাউল্লাহ পঁচার ছেলে আফতাব হোসেন (৭০) ও তার সৌদি প্রবাসী ছেলে শাহজাহান আলীর স্ত্রী রিভা আকতার (৩০)।