ঢাকায় লুট হওয়া পুলিশের অস্ত্র-গুলি চাঁদপুর থেকে উদ্ধার আটক ২
চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে ঢাকার খিলক্ষেত থানা থেকে লুট হওয়া ২টি পিস্তল, বিপুল পরিমাণ গুলি ও পুলিশি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গতকাল শুক্রবার (০২ জানুয়ারি ২০২৬) রাত সোয়া ৮টার দিকে শাহরাস্তি উপজেলার পশ্চিম উপলতা গ্রামের জমির উদ্দিন বেপারী বাড়ির আলমগীর হোসেনের বসতঘরে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে একটি ৯ এমএম (তারাস) পিস্তল, একটি ৭.৬২ চায়না পিস্তল, ৪টি ম্যাগাজিন, ৩০ রাউন্ড গুলি, পুলিশের পোশাক, বেল্ট, চশমা, বডি ক্যামেরা, গ্যাস মাস্কসহ বিভিন্ন সরঞ্জাম রয়েছে। ঐ ঘটনায় আলমগীর হোসেনের ছেলে ফয়সাল হোসেন (২১) ও স্ত্রী লাভলী বেগমকে (৩৮) আটক করেছে পুলিশ।