স্পটিফাই ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
ব্যবহারকারীদের ২টি খবর দিয়েছে স্পটিফাই- একটি সুখের, অন্যটি দুঃখের। খুব দ্রুতই নতুন ফিচার আনতে যাচ্ছে মিউজিক স্ট্রিমিং প্লাটফর্মটি। দুঃসংবাদ হচ্ছে, এখন থেকে বাড়তে যাচ্ছে সাবস্ক্রিপশন ফি।
কোম্পানিটির কো-প্রেসিডেন্ট ও চিফ বিজনেস অফিসার অ্যালেক্স নরস্ট্রমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ফিন্যান্সিয়াল টাইমস। পত্রিকাটিকে নরস্ট্রম বলেছেন, স্পটিফাই নতুন ফিচার আনছে এবং এক বিলিয়ন ইউজার চাচ্ছে।