আর্কাইভ
লগইন
হোম
কানাডার নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি
কানাডার নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি
দ্য নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ২০, ২০২৫
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
দুই বাংলাদেশি পর্তুগালের সিটি নির্বাচনে প্রার্থী
দুই বাংলাদেশি পর্তুগালের সিটি নির্বাচনে প্রার্থী
2 দিন আগে
প্রথমবারের মতো দুই বাংলাদেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন পর্তুগালের স্থানীয় সরকার নির্বাচনে। বন্দরনগরী পোর্তো থেকে শাহ আলম কাজল এবং রাজধানী লিসবন থেকে মাসুদ মজুমদার এবার ইউরোপের এই গুরুত্বপূর্ণ দেশের স্থানীয় নেতৃত্বে লড়ছেন। আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে এই নির্বাচন। শাহ আলম কাজল পর্তুগালের অন্যতম প্রধান রাজনৈতিক দল সোশ্যালিস্ট পার্টির মনোনয়নে পোর্তো শহরের বনফি জুনতা এলাকায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি এর পূর্বে একই আসনে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন এবং নতুন নেতৃত্ব নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি বর্তমানে দায়িত্বে রয়েছেন। এবারও তিনি একই দলের প্রার্থী হিসেবে পুনর্নির্বাচনের লড়াইয়ে রয়েছেন। অন্যদিকে, মাসুদ মজুমদার প্রথমবারের মতো রাজধানী লিসবনের সাও ভিনসেন্ট জুনতা ফ্রেগজিয়া এলাকায় স্বতন্ত্র প্যানেলে অংশ নিচ্ছেন। বাংলাদেশি বংশোদ্ভূত এই পর্তুগিজ নাগরিক বর্তমানে পরিবারসহ লিসবনে বসবাস করছেন। 
শুরু হলো নতুন নিয়ম, ইউরোপ ভ্রমণকারীদের জন্য
শুরু হলো নতুন নিয়ম, ইউরোপ ভ্রমণকারীদের জন্য
2 দিন আগে
ইউরোপের অভ্যন্তরীণ সুরক্ষা জোরদার,অবৈধ অভিবাসন এবং অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন ‘এন্ট্রি/এক্সিট সিস্টেম’ (ইইএস) চালু করেছে। আঞ্চলিক নিরাপত্তা, পর্যটন ব্যবস্থাপনা এবং অভিবাসন নিয়ন্ত্রণের ক্ষেত্রে দীর্ঘদিনের দুর্বলতা কাটাতে পর্তুগালসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ আজ রোববার (১২ অক্টোবর) ২০২৫ থেকে এই ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করছে সীমান্তে। এর মাধ্যমে সকল তৃতীয় দেশের নাগরিক—অর্থাৎ ইউরোপীয় দেশের বাইরের যারা ভিসা নিয়ে বা ভিসা ছাড়াই বা নির্দিষ্ট সময়ের জন্য পর্যটন, ব্যবসা অথবা পরিবারিক উদ্দেশ্যে আসেন, তাঁরা প্রবেশ ও বহির্গমণের মুহূর্তে সরাসরি বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হবেন। তাদের আঙ্গুলের ছাপ ও মুখাবয়বের ছবি সীমান্তে সংরক্ষিত হবে, পাশাপাশি প্রবেশ/বের হওয়ার স্থান, সময় ও তারিখ ডিজিটালি রেকর্ড হবে। পূর্বে পাসপোর্ট এর হাতে মোহর দেওয়ার পদ্ধতির বদলে, এই সিস্টেমে নাগরিকের অবস্থান, ভ্রমণসহ আইনসম্মত থাকার সময়সীমা স্বয়ংক্রিয়ভাবে ট্র্যাক করা যাবে। এতে অবৈধভাবে দীর্ঘকাল অবস্থান বা জাল পরিচয় দানের ঘটনা দ্রুত শনাক্ত হবে, কর্তৃপক্ষ সহজেই ব্যবস্থা নিতে সক্ষম হবেন। তথ্যগুলো বিভিন্ন দেশের সীমান্তরক্ষী বাহিনী রিয়েল টাইম হিসেবে ব্যবহার করতে পারবে। 
মালয়েশিয়ায় ২৪ বাংলাদেশিসহ ৯৭ বিদেশি আটক
মালয়েশিয়ায় ২৪ বাংলাদেশিসহ ৯৭ বিদেশি আটক
2025-10-07
মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের ক্লাং ও কাজাংয়ের ব্যস্ত সড়ক এবং বাজার এলাকায় অভিবাসন দপ্তরের অভিযানে অনেক অবৈধ অভিবাসী আটক হয়েছে। এই সময় অনেকে ধরাপড়া এড়াতে জীবন ঝুঁকির মধ্যে ফেলে কেউ কেউ সড়কের মাঝখানে দৌড়ে পালানোর চেষ্টা করেন। মালয়েশিয়ার অভিবাসন দপ্তরের মহাপরিচালক দাতুক জাকারিয়া শা'বান জানান, গত রোববার (০৫ অক্টোবর) বিকেলে জিম-এর বিশেষ টাস্কফোর্সের পরিচালিত ২ অভিযানে মোট ৯৭ অভিবাসীকে আটক হয়। অভিযানে প্রায় ৯০ জন কর্মকর্তা অংশ নেন। পরিচালক বলেন, জিম পুত্রজায়া ডাউনটাউন জালান রেকো ও ক্লাং এলাকার রাতের বাজারে গোপন অভিযান চালায়। এসব এলাকায় বহুদিন ধরে অভিযোগ ছিল, বিপুলসংখ্যক বিদেশি, বিশেষ করে অবৈধ অভিবাসীরা অস্থায়ী কর্মভিসা (পিএলকেএস) এর আড়ালে লুকিয়ে বসবাস করছে।