আর্কাইভ
লগইন
হোম
কানাডার নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি
কানাডার নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি
দ্য নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ২০, ২০২৫
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
ভূমধ্যসাগরপথে ইউরোপ প্রবেশে নভেম্বর মাসে শীর্ষে ছিল বাংলাদেশ
ভূমধ্যসাগরপথে ইউরোপ প্রবেশে নভেম্বর মাসে শীর্ষে ছিল বাংলাদেশ
9 ঘন্টা আগে
জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে অবৈধভাবে প্রবেশে নভেম্বর মাসেও শীর্ষে বাংলাদেশ। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে মিশর ও ইরিত্রিয়ার নাগরিকরা। শুধুমাত্র ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ৪,১১২ জন অবৈধ অভিবাসী ইতালিতে প্রবেশ করেছেন। গত শুক্রবার প্রকাশিত (১২ ডিসেম্বর) ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের মাসিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম ১১ মাসে অবৈধ অভিবাসন ২৫ শতাংশ কমলেও এখন অভিবাসনপ্রবণ দেশগুলোর তালিকায় বাংলাদেশিদের অবস্থান শীর্ষেই রয়ে গেছে। জানুয়ারি থেকে নভেম্বর ২০২৫ পর্যন্ত ইউরোপে অবৈধ প্রবেশের ঘটনায় সবচেয়ে বেশি যে জাতীয়তার মানুষের নাম উঠে এসেছে, তাদের মধ্যে বাংলাদেশিরা প্রথম সারিতে।
মালয়েশিয়া ২০২৬ সালে বাংলাদেশ থেকে ৩ লাখ পর্যটক টানতে চায়
মালয়েশিয়া ২০২৬ সালে বাংলাদেশ থেকে ৩ লাখ পর্যটক টানতে চায়
6 দিন আগে
আগামী ২০২৬ সালে মালয়েশিয়া বাংলাদেশ থেকে ৩ লাখ পর্যটক আকৃষ্ট করার পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান। তিনি বলেন, পর্যটন, সংস্কৃতি ও জনগণের পারস্পরিক আদান–প্রদান আরও জোরদার করতে মালয়েশিয়া প্রতিশ্রুতিবদ্ধ। মালয়েশিয়ার সরকারি সংবাদ সংস্থা বারনামার এক প্রতিবেদনে বলা হয়, ঢাকায় মালয়েশিয়া ট্যুরিজম ফেয়ার উপলক্ষ্যে গতকাল শনিবার (০৭ ডিসেম্বর) রাতে এক গালা ডিনারে বক্তৃতাকালে হাইকমিশনার বলেন, সময়ের সঙ্গে সঙ্গে দুই দেশের বন্ধুত্বের সম্পর্ক আস্থা, শ্রদ্ধা ও অভিন্ন প্রত্যাশার ভিত্তিতে আরও দৃঢ় হয়েছে।
দীর্ঘ ৩৯ বছর পর পর্যটকদের জন্য খুলছে দার্জিলিংয়ের ট্রেকিংরুট
দীর্ঘ ৩৯ বছর পর পর্যটকদের জন্য খুলছে দার্জিলিংয়ের ট্রেকিংরুট
2025-12-06
প্রায় দীর্ঘ ৩৯ বছর পর খুলছে দার্জিলিং হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের ট্রেকিংরুট। আজ শনিবার (০৬ ডিসেম্বর) দার্জিলিং শহরের চৌরাস্তা থেকে ‘মেলো টি ফেস্টিভ্যাল’-এর ব্যানারে একদল পর্বতারোহী রাগেরুং চা বাগান পর্যন্ত হাঁটবেন। এরপর থেকেই শুরু হবে ঐ রুটে পর্যটকদের ট্রেকিং। জিটিএ সূত্রে জানা যায়, ১৯৮৬ সালে গোর্খাল্যান্ড আন্দোলনের সময় রাগেরুং ট্রেকিং রুট বন্ধ হয়ে যায়। এরপর রাগেরুং হোম স্টে অর্গানাইজেশন ও রাগেরুং চা বাগান কর্তৃপক্ষ রুটটি চালু করার জন্য কয়েকবার চেষ্টা করে। কিন্তু লাভ হয়নি। পর্যটন শিল্প বিকাশের জন্য জিটিএ দার্জিলিং পাহাড়ের বিভিন্ন অংশে পুরাতন জায়গাগুলোকে পুনরুজ্জীবিত করছে। ওই কর্মসূচিতেই রয়েছে দার্জিলিং থেকে রাগেরুং ট্রেকিংরুট। আজ শনিবার (০৬ ডিসেম্বর) দার্জিলিংয়ে অনুষ্ঠিত ‘মেলো টি ফেস্টিভ্যাল’-এর ব্যানারে জিটিএ-র পর্যটন বিভাগ ডি-হাইক আয়োজন করছে। ডি-হাইকটি চৌরাস্তা থেকে রাগেরুং পর্যন্ত ১২ কিলোমিটার হাঁটা পথ অতিক্রম করবে। রাগেরুং হোম স্টে ওনার অ্যাসোসিয়েশনের সভাপতি শেরিং শেরপা বলেন, “রাগেরুং-এ ২২টি হোম স্টে আছে। আমরা ২০১১ সালে শুরু করেছিলাম। পর্যটকদের জন্য এটি খুবই মনোরম এবং শান্তিপূর্ণ জায়গা। চৌরাস্তা থেকে রুংডুং খোলা হয়ে ১২ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর রাগেরুং পৌঁছনো সম্ভব।”