প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার চাকরির চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে সরকার। আজ বুধবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
তোফাজ্জল হোসেন মিয়ার বর্তমান চুক্তিভিত্তিক মেয়াদ শেষ হওয়ার কথা আগামী ৭ জুলাই। এর মধ্যেই পুনরায় চুক্তি বাড়িয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে তাকেই আরও এক বছর রেখে দিল সরকার।
স্থিতি প্রশাসনের এই শীর্ষ পদে তোফাজ্জল হোসেন মিয়ার ওপর আস্থা রাখছে সরকার।
এর আগে ২০২২ সালে ৭ ডিসেম্বর তাকে মুখ্য সচিব নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন দিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর গত বছর ২৫ জুন এক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়াকে আরও ১ বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার।