বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের মা নার্গিস আরা বেগম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
খালেদ মাসুদ পাইলট নিজ ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে মায়ের মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।
৭২ বছর বয়সি নার্গিস আরা বার্ধক্যজনিতসহ নানা রোগে ভুগছিলেন। তিন ছেলে-মেয়ে নিয়ে তিনি নগরীর সাগরপাড়া এলাকায় বসবাস করতেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইনচার্জ আবু হেনা মোস্তফা কামাল গণমাধ্যমকে বলেন, “নার্গিস আরা বেগমের উচ্চ রক্তচাপ ছিল। শরীরে লবণের সংকট ছিল। এছাড়া তিনি হৃদরোগ, কিডনি, ডায়াবেটিস ও থাইরয়েডের সমস্যায় ভুগছিলেন।”
শারীরিক নানা জটিলতা নিয়ে সোমবার নার্গিস আরাকে আইসিইউতে ভর্তি করা হয়; আর মঙ্গলবার বেলা ১১টার দিকে মারা যান বলে জানান তিনি।
খালেদ মাসুদ পাইলট তার মায়ের আত্মার মাগফিরাত কামনা করে ফেসবুকে দেওয়া পোস্টে দোয়া চেয়েছেন।
মঙ্গলবার এশার নামাজের পর নগরীর টিকাপাড়া কবরস্থান মাঠে জানাজা শেষে লাশ দাফন করা হবে বলে তিনি জানিয়েছেন।