তিন ওভারে ৫১ রান তুলে বিশ্ব রেকর্ড গড়েছেন ভারত। টেস্ট ইতিহাসে এটিই দ্রুততম দলীয় অর্ধশতক। প্রথম ওভারে ৩টি চার মেরে শুরুটা করেন জয়সোয়াল।
হাসানের প্রথম ওভারে নেন ১২ রান। পরের ওভারে রোহিত শুরু করেন টানা দুই ছক্কা মেরে। ১৭ রান যোগ করে হয় ২৯ রান। রোহিত-জয়সোয়ালরা হাসানের করা তৃতীয় ওভার থেকে নেন ২২ রান। তাতেই ভারতের রান তিন ওভারেই পঞ্চাশ পেরিয়ে যায়।
এর আগে কেউ আবেদন না করাই একবার জীবন পেয়েছেন রোহিত। তৃতীয় ওভারে হাসানের প্রথম বলেই আউট ছিলেন রোহিত শর্মা। স্নিকোয় দেখা যায় বল রোহিতের ব্যাটের গোড়ার অংশে লেগেছিল।তবে চতুর্থ ওভারে আউট হয়েছেন রোহিত শর্মা।
আগের বলে এলবিডব্লুর আবেদনে সাড়া দেন আম্পায়ার। কিন্তু রিভিউ নিয়ে বাঁচলেও পরের বলেই রোহিতকে বোল্ড করেন মিরাজ। ২৩ রান করে আউট হয়েছেন রোহিত। ৩০ রানে অপরাজিত জয়সোয়াল।