ভুটান-বাংলাদেশ দুই ম্যাচ প্রীতি সিরিজের প্রথম ম্যাচ চলছে। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে চলমান ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে আছে।
ম্যাচের মাত্র পাচ মিনিটেই লিড পায় বাংলাদেশ। এই লিডের পেছনে বাংলাদেশের ফরোয়ার্ডের কৃতিত্বের চেয়ে ভুটানের গোলরক্ষকের ব্যর্থতাই বেশি। ডান প্রান্ত থেকে বাংলাদেশের ক্রস বক্সে গ্রিপে নিতে পারেননি ভুটানি গোলরক্ষক। হাত ফস্কে বল পড়ে মোরসালিনের পায়ে। মোরসালিন একটু সামনে এগিয়ে জালে বল পাঠাতে ভুল করেননি। ডিফেন্ডার গোল লাইন সেভ করার চেষ্টা করেও পারেননি।
জুনে বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ের পর আজই আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। ঘরোয়া ফুটবলও অফ সিজন ছিল। ফলে অনেক দিন পর প্রতিযোগিতামূলক ম্যাচে বাংলাদেশের ফুটবলাররা। প্রথম দিকেই গোল পেয়ে যাওয়ায় অবশ্য বাংলাদেশ প্রাথমিক চাপে পড়তে হয়নি।
থিম্পুর উচ্চতা সফরকারী দলগুলোর জন্য চিন্তার কারণ। পাশাপাশি দ্রুতগতির টার্ফও ভাবনা ছিল বাংলাদেশের। স্বাগতিক হিসেবে ভুটান বাংলাদেশকে চাপে রাখার কথা থাকলেও তারা সেটি পারেনি। প্রথমার্ধে তেমন কোনো জোরালো আক্রমণ নেই স্বাগতিকদের।
বাংলাদেশ এক গোল লিড পেলেও খুব ভালো ফুটবল খেলেনি। বল দখলে থাকলেও গোছালো আক্রমণ সেভাবে দেখা যায়নি। প্রথমার্ধে দুই দল বল নিয়ে ছোটাছুটি করলেও পরিকল্পিত কিছু দেখা যায়নি।