নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসীতে সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী এবং সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর মালিকানাধীন গাজী টায়ার কারখানায় দ্বিতীয় বারের মতো আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
রবিবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে কারখানার ৬তলা বিশিষ্ট ভবনে লাগা আগুন সোমবার (২৬ আগস্ট) বেলা ৩টায়ও নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস কর্মীরা। আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট টানা কাজ চালিয়ে যাছেন।
কারখানায় অগ্নিসংযোগের পর একদল দুর্বৃত্ত কারখানায় থাকা মালামাল লুটপাট চালিয়েছেন। লুটপাট করতে গিয়ে এখন পর্যন্ত প্রায় দেড় শতাধিক ব্যক্তি নিখোঁজ বলে দাবি করেছেন নিখোঁজদের স্বজনরা। ইতোমধ্যে স্বজনরা ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের কাছে নিখোঁজদের নাম ঠিকানা দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীরের মালিকানাধীন রূপসী এলাকায় গাজী টায়ার কারখানা ও কর্ণগোপ এলাকায় গাজী পাইপ এবং ট্যাংক কারখানা রয়েছে। এ দু’টি প্রতিষ্ঠানে প্রায় ২৫ হাজার শ্রমিক-কর্মচারী কাজ করে জীবিকা নির্বাহ করেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর বিক্ষুব্ধ শত শত লোকজন ও লুটপাটকারীরা লাঠিসোটা নিয়ে গাজী পাইপ এবং ট্যাংক কারখানায় প্রবেশ করে ভাঙচুর ও মালামাল লুটপাট শুরু করেন। এক পর্যায়ে ওই দু’টি কারখানায় আগুন ধরিয়ে দেয়া হয়।