সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের সঙ্গে কাজ শুরু করেন পাকিস্তানের সাবেক তারকা স্পিনার মুশতাক আহমেদ।তার অধীনে কাজ করে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেন লেগ স্পিনার রিশাদ হোসেন। এরপর নানা গুঞ্জন পেরিয়ে এবার পাকিস্তান সফরেও বাংলাদেশ দলের সঙ্গে আছেন মুশতাক।
বৃহস্পতিবার পাকিস্তানে সাংবাদিকদের তিনি জানিয়েছেন বাংলাদেশের সঙ্গে কাজের অভিজ্ঞতা। তাইজুল ইসলাম-মেহেদী হাসান মিরাজদের নিয়ে নিজের উচ্ছ্বাসের কথাই শুনিয়েছেন তিনি।
মুশতাক বলেন, ‘বাংলাদেশের খুব ভালো স্পিনার আছে। আমার লক্ষ্য হচ্ছে টেকটিক্যাল ও টেকনিক্যাল ব্যাপারগুলো বলা। টেকটিক্যালি আপনার স্পিনারদের বলতে হবে কীভাবে অ্যাঙ্গেলটা ব্যবহার করতে হবে, পিচ রিড করা, কোন জায়গা থেকে বল করতে হবে; কোন ব্যাটারের জন্য কেমন ফিল্ডিং সাজাতে হবে; আপনার যত অভিজ্ঞতাই হোক, এই রিমাইন্ডারগুলো দরকার হবে।’
‘বাংলাদেশের যে স্পিনার আছে, সাধারণতভাবেই তারা খুব ভালো স্পিনার; ম্যাচ উইনার। বাংলাদেশকে অনেক ম্যাচ জিতিয়েছে। এটা আমার জন্য দারুণ সম্মানের ওদের সঙ্গে কাজ করা। ভালো কয়েকজন ছেলে আছে। তারা কোচেবল, এর মানে হচ্ছে কথা শোনে। আমি ভালো সময় কাটাচ্ছি ওদের সঙ্গে। ওরা ভালো শিখতে পারে। আশা করি একটা পার্থক্য তৈরি করতে পারব।’