শাওন শাহাদাত:
ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে এবং ইম্প্যাক্ট ফাউন্ডেশন ইউকে এর আর্থিক সহযোগিতায় গতকাল (১৬ অক্টোবর) নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ১নং ছাতারপাইয়া ইউনিয়নের বিরাহীমপুর দারুল উলুম হোসাইনিয়া মাদ্রাসায় সকাল ৯:৩০ ঘটিকায় ১১০ জন, ২ নং কেশাড়পাড় ইউনিয়নের খাজুরিয়া সর্দারপাড়া জামিয়া মোহাম্মদীয়া মাদ্রাসায় সকাল ১১ ঘটিকায় ৩৭৫ জন এবং বিকেল ৩ ঘটিকায় কেশারপাড় বেলাল ব্রিকস্ ফিন্ডে ৩১৫ জন মোট ৮০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে জরুরী ত্রাণ সহায়তা প্রদান করা হয়। উক্ত ত্রাণ সামগ্রীর মাঝে ছিল চাল- ১০ কেজি, আলু-২ কেজি, ডাল- ১ কেজি, তেল- ১ লিটার, পেঁয়াজ- ১ কেজি, লবন- ১ কেজি, সাবান- ১টি, গুঁড়া দুধ- ২০০ গ্রাম, সুজি- ১ কেজি, চিনি- ১ কেজি, লাইটার- ১টি, স্যানিটারি প্যাড-১ প্যাকেট ও খাবার স্যালাইন- ৬টি। এসময় উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা সমাজসেবা অফিসার বোরহান উদ্দিন, সেনা কর্মকর্তা রমিজ সারোয়ার, পরিবেশ সংগঠক হাবিব মজুমদার সহ প্রমুখ ব্যক্তিবর্গের সার্বিক সহযোগিতায় উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন হয়। ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ এর পক্ষে উপস্থিত ছিলেন সংস্থার পরিচালক (অর্থ ও প্রশাসন) মোঃ মনজুরুল ইসলাম।