ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি হাসান মঞ্জুর এক বিবৃতিতে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি যুবদল, ছাত্রদল এর সকল রাজবন্দীদের মুক্তির দাবী জানাই।
ছাত্র জনতার আন্দোলনে খুনি সরকার শেখ হাসিনা পলায়নের পরে দেশে কোন ধরনের মামলা মোকদ্দমা থাকতে পারে না। যেহেতু অবৈধ সরকারের আমলে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করেছে। তাই সকল মামলা প্রত্যাহার যোগ্য। সরকার অবৈধ হলে তার সকল আইন, মামলা সবই অবৈধ। অন্তর্বতীকালীন সরকারের নিকট আকুল আবেদন সারা দেশের সকল রাজবন্দীদের মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে মুক্তির দাবী জানাই এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অতি জরুরীভাবে দেশের স্বাের্ এবং স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষাের্ দেশে ফিরিয়ে আনার আহ্বান জানাই।
১৬ বছর বিএনপি সহ অন্যান্য সংগঠন সংগ্রামের মধ্য িয়ে ছাত্র জনতার গন— অভ্যুথানের স্বৈরাচারী খুনি হাসিনাকে পদত্যাগ ও দেশ ত্যাগে বাধ্য করেছে। হাজারো শহীরে রক্তের বিনিময়ে এই স্বাধীনতা রক্ষা করা দায়িত্ব েশের সর্বস্তরের জনগনের। তাই অবিলম্বে সকল রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে বৈঠক করে সরকারি যেসকল আমলা ঘুষ, ূর্নীতি, অর্থপাচার, ছাত্রদের উপর গুলির নিের্ষদাতা, পুলিশের কর্মকর্তা, প্রশাসনের সচিব, মন্ত্রী, এমপি, ডিসি, পুলিশ সুপার সহ অভিযুক্তকারীকে সনাক্ত করে জরুরী ভিত্তিতে গ্রেফতার করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানাই। এই স্বাধীনতা রক্ষা করার প্রয়োজনে ছাত্র জনতা আবারও ঐক্যবদ্ধ হবে। তাই কোনভাবেই স্বাধীনতাকে অক্ষুন্ন করা যাবে না। এই স্বাধীনতা রক্তের বিনিময়ে স্বাধীনতা, এই স্বাধীনতা ১৮ কোটি বাঙ্গালীর স্বাধীনতা। ছাত্রজনতার স্বাধীনতাকে রক্ষা করতে হলে এই দেশে আবারো আন্দোলনের প্রয়োজন। আমরা কোনো দূর্নীতিবাজ, ছাত্র হত্যাকারী, েশের সম্প লুটপাটকারী, বিনা ভোটের সরকারের কোন আইনকেই বাস্তবায়ন করতে দিব না। অবিলম্বে তরুন সমাজের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মামলা প্রত্যাহার করে দেশে আসার ব্যবস্থা করার জন্য আহ্বান জানাই।