নেটওয়ার্কিংয়ের বিকল্প নেই
মানুষের সঙ্গে কথা বলা এবং যোগাযোগ রাখা কতটা গুরুত্বপূর্ণ তা হয়তো আপনি জানেন না। বিভিন্ন ডিপার্টমেন্টের লোকজনের সঙ্গে যোগাযোগ রাখা এবং বিভিন্ন ক্ষেত্রে বন্ধু তৈরি করা একটি উপকারী বৈশিষ্ট্য। এর মাধ্যমে আপনি ভালো চাকরি এবং পছন্দের পজিশন পেতে পারেন, যেমনটা আগে হয়তো কখনো চিন্তাও করেননি।
মানুষকে বুঝতে চেষ্টা করা
প্রথমেই যেটা দরকার তা হলো মানুষের স্বরূপ অর্থাৎ তার প্রকৃতি সঠিকভাবে বুঝতে পারা। যখন আপনি ভালোভাবে মানুষকে বুঝতে পারেন অথবা জানতে পারেন মানুষের একেকটা আচরণের পেছনে কী ধরনের কারণ থাকতে পারে তখন আপনি বুঝে যাবেন বিশেষ বিশেষ পরিস্থিতিতে মানুষের আচরণ বা কোন কথার সময় কোন ধরনের প্রতিক্রিয়া মানুষের থেকে পাওয়া যায়। যেমন ধরুন আপনি ও আপনার বন্ধু মিলে ছোটখাটো একটা ব্যবসা দাঁড় করাতে চাচ্ছেন। ধরা যাক তার রাগ একটু বেশি। কিন্তু এসব ছোটখাটো বিষয়ে রাগারাগি ব্যবসার উন্নতিতে ক্ষতি করতে পারে। আপনি যদি বুঝে নিতে পারেন আপনার বন্ধু আসলে কী ধরনের কথা বললে রাগের প্রতিক্রিয়া দেখান তবে আপনারই লাভ। আপনি সহজেই সেগুলো এড়িয়ে গিয়ে ব্যক্তিগত ও ব্যবসায়িক সুসম্পর্ক বজায় রাখতে পারবেন।
পরামর্শ মন দিয়ে শুনুন
প্রত্যেকের পরামর্শই মন দিয়ে শুনবেন, সেগুলো যতই অযৌক্তিক হোক না কেন। মেনে চলুন কিংবা না চলুন, কান সব সময় খোলা রাখবেন। কার কোন পরামর্শ কখন কাজে লেগে যাবে হয়তো আপনি বুঝতেও পারবেন না। সবার পরামর্শ নিলেও সেই কাজ করবেন, যেটি আপনি করতে চান বা যেটি করতে আপনার মন সায় দিচ্ছে।