জানা গেছে, গত ১০ আগস্ট নোয়াখালীর হাতিয়া উপজেলার ওছখালীর নিজ বাড়ি থেকে নোয়াখালী-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়। গত ১৩ আগস্ট পুরান ঢাকার সদরঘাট থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। গত ২৯ আগস্ট বাড্ডা থানায় করা সুমন শিকদার হত্যা মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে পৃথক তিন মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানের মোট ২০ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।
গত ১৫ আগস্ট পাবনা-১ আসনের সংসদ সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে, ১৪ আগস্ট রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় এ তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের রাজধানীর পল্টনে এক রিকশাচালককে হত্যার অভিযোগে পল্টন থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ১৫ আগস্ট রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়। তাকে রাজধানীর ঢাকা কলেজের সামনে এক হকারকে হত্যার অভিযোগে নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ওইদিনই তাকে আদালতে হাজির করা হলে আদালত আট দিনের রিমান্ড মঞ্জুর করেন। ১৬ আগস্ট চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম এ লতিফকে গ্রেপ্তার করে পুলিশ। ১৬ আগস্ট ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ার কশালগাঁওয়ের নিজ বাড়ি থেকে সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে গ্রেপ্তার করা হয়। ২০ আগস্ট ঢাকার বনানী থেকে নৌবাহিনী থেকে চাকরিচ্যুত চট্টগ্রাম বন্দরের সদ্য সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল এবং রামপুরা থেকে নেত্রকোনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। পল্টন থানায় দায়ের করা যুবদল নেতা নবীন তালুকদার হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। ২১ আগস্ট তাদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। ২০ আগস্ট রাতে চট্টগ্রাম শহর কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে গ্রেপ্তার করে র্যাব। গত ২২ আগস্ট বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গুলশানের বাসা থেকে আটক করে পুলিশ। পরে রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। ২৩ আগস্ট তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর আদাবর থানায় করা পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলায় তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ২৩ আগস্ট ঢাকার বনানী থেকে জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি পটুয়াখালী-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যও ছিলেন। ২৪ আগস্ট রাজধানীর শান্তিনগরের বাসা থেকে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী এবং গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করা হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্কুল শিক্ষার্থী রোমান হত্যা মামলায় শেখ হাসিনা, গোলাম দস্তগীর গাজীসহ ১০৫ জনের নামে মামলা করা হয়। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ২৫ আগস্ট তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ২৫ আগস্ট রাজধানীর পশ্চিম নাখালপাড়ার একটি বাসা থেকে মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে আদাবর থানায় গার্মেন্টকর্মী রুবেল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ২৬ আগস্ট তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ২৬ আগস্ট জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি এবং সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নিউমার্কেট থানায় করা ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ২৭ আগস্ট তার সাত দিনের মঞ্জুর করেন আদালত। ২৮ আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে গ্রেফতার করে র্যাব। পরে রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা সুমন শিকদার নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। ২৯ আগস্ট তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত